দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্য
- How are you? আপনি কেমন আছেন?
- How is he? তিনি কেমন আছেন?
- How is she? সে কেমন আছে? (মেয়েটি)
- How is it? কেমন আছে ওটা?
- Where are you going? তুমি কোথায় যাচ্ছো?
- Who are you? তুমি/আপনি কে?
- Who is he? সে কে?
- Who is she? সে কে? (মেয়েটি)
- Who are you? আপনারা কারা?
- Who are they? ওরা কারা?
- Are you coming? আপনি কি আসছেন?
- Are you going? আপনি কি যাচ্ছে?
- Is he coming? সে কি আসছে?
- Is he going? সে কি যাচ্ছে?
- Are you ready? আপনি কি তৈরী?
- Did he come? সে, কি এলো?
- Did they come? তারা কি এলেন?
- Am I right? ঠিক বলছি কি?
- Are we right? আমরা ঠিক বলছি কি ?
- Are you right? ঠিক বলছেন কি?
- Is he right? সে ঠিক বলছে কি?
- Are they right? তারা কি ঠিক বলছে?
- certainly নিশ্চয়
- all right আচ্ছা
- all the same তা সত্ত্বেও
- after all মোট কথা
- as a matter of fact সত্যি বলতে
- by all means সব প্রকারে
- by the way যাইহোক
- come along চলে আসুন
- come and sit down এসে বসুন
- come in এসো
- do come in! এসো না
- don't be long দেরী করো না
- don't keep him waiting তাকে দাঁড় করিয়ে রাখবেন না
- dear me! মা গো!
- Can you tell me the time? কটা বাজে বলতে পারো?
- first to the left বাঁ দিকে প্রথমে
- for instance যেমন ধরুন
- Here it is এই যে
- Here you are এই পৌঁছে গেছেন
- How do we go? কেমন করে যাব?
- How will you go? কেমন করে যাবে?
- How much? কতখানি?
- hurry up জলদি
- I beg your pardon ক্ষমা করবেন
- I can't make up my mind স্থির করতে পারছি না
- I'd rather not, thank you ইচ্ছা করছে না আমার, মাফ করবেন
- I don't care কিছু এসে যায় না আমার
- I don't care for it ভালাে লাগে না আমার।
- I don't know জানি না আমি।
- I don't like it very much এটা তেমন ভালাে লাগে না আমার
- I don't understand বুঝতে পারছি না।
- I hope so আশা করি
- I hope not আশা করি না।
- I'll make certain সঠিক জেনে নেব।
- I'll tell you what বলব আপনাকে
- I have to go যেতে হবে আমাকে
- I have to do it করতে হবে আমাকে
- do you have to go? যেতে কি হবে আপনাকে?
- I ought to do it করা উচিত আমার
- I ought to go যাওয়া উচিত আমার
- I'll do it at once এখনই করব।
- Stop him তাকে থামাও
- Don't let him go যেতে দিও না তাকে
- That's the man with whom I came - ওই লােকটার সঙ্গে এসেছিলাম
- That's the man who brought me -ওই লােকটা নিয়ে
- এলাে আমাকে
- he has to go তাকে যেতে হবে।
- I'll think it over ভেবে দেখব।
- I'm afraid so তাই হবে মনে হয়।
- I'm afraid not না, তা হবে না
- I'm very glad আমি খুব আনন্দিত
- I'm very sorry আমি অত্যন্ত দুঃখিত।
- I'm very much obliged to you - আপনার কাছে আমি ঋণী
- I'm sure I don't know জানি না ত
- I'm not surprised আশ্চৰ্য্য নই।
- I must really go now এখনই যেতে হবে আমাকে
- I must hurry তাড়াতাড়ি করতে হবে আমাকে
- I say এই যে
- I suppose so মনে ত হয়।
- I suppose not বােধ হয় নয়।
- I shan't be long দেরী করব না
- I should think so বটে
- if it suits you যদি আপনার সুবিধা হয়।
- if you don't mind কিছু যদি মনে করেন।
- if you please দয়া করে।
- indeed? বটে? সত্যি?
- in fact সত্যি বলতে গেলে
- Is anything the matter? কিছু হয়েছে নাকি?
- Is it all right ঠিক আছে ত?
- it can't be helped উপায় নেই।
- it doesn't matter কিছু এসে যায় না
- it doesn't seem to be here এখানে আছে বলে মনে হয় না।
- it isn't time yet সময় হয়নি এখনও
- it looks like rain বৃষ্টি পড়বে মনে হয়
- it's all gone ফুরিয়ে গেছে সব
- it's all over শেষ হয়ে গেছে
- it's getting late দেরী হয়ে যাচ্ছে
- what কি?
- what did you say? কি বললেন?
- what is it? কি ব্যাপার?
- what's it like? কি রকম?
- what's that? কি হল?
- what's the time? – কত বাজে?
- what's the matter? কি হয়েছে?
- What's the matter with it? —এটার কি হয়েছে?
- what's the matter with you? তোমার কি হয়েছে?
- What's the weather like?– আবহাওয়া কি রকম?
- what shall we do next? এর পরে কি করব?
- which way? কোন দিকে?
- why? কেন?
- why not? কেন নয়?
- why trouble? কেন কষ্ট করবে?
- which one? কোনটা?
- why, certainly বাহ! নিশ্চয়!
- why, yes বাহ! হ্যাঁ!
- why no, of course not না, নিশ্চয় নয়
- won't you sit down? বসবেন না?
- won't you wait? অপেক্ষা করবে না?
- yes, it's all right হ্যাঁ, ঠিকই আছে।
- yes, I think so হ্যাঁ, তাই মনে হয়।
- yes, I see হ্যাঁ, বুঝেছি।
- yes, I suppose so হ্যাঁ, মনে হয় তাই
- it's no use কাজ নেই এতে
- it's no trouble at all কোনাে অসুবিধা নেই
- it's time to go যাবার সময় হল
- This hasn't been done properly – এই কাজ ঠিক মতাে করা হয়নি।
- She ought not to go তার যাওয়া উচিত নয়।
- I spoke about him তার কথা বললাম
- Did you see her? তার সঙ্গে কি দেখা হল?
- Have you brought it? এনেছাে কি?
- Is it easy to go there- সেখানে কি সহজে যাওয়া যায়?
- the whole সব কিছু
- some কিছু কিছু
- most অধিকাংশ
- some people কেউ কেউ
- pardon মাপ করবেন।
- perhaps হয়ত
- perhaps so হয়ত তাই
- perhaps no না বোধ হয়
- please দয়া করে।
- really? সত্যি
- it's very good of you- আপনার অনুগ্রহ
- just a minute, please দয়া করে একটু অপেক্ষা করুন
- just as you like যেমনটা চান
- just so ঠিকই
- let me see দেখি তো
- let's go চলো যাই
- look here এদিকে দেখো
- look out সাবধান।
- Maybe - হয়ত
- Mind - সাবধান
- Never mind - থাক যাক গে
- no, I don't mind - না, মনে করছি না
- no, not a all - না একেবারে না
- no, not in the least - না, একটুও না
- no ,not yet - না , এখনো না
- no, of course not - না , নিশ্চয় না
- no, there's nothing the matter - না, কিছু হয়নি
- now, now - এই যে
- now, then - এই বার
- Oh! - ও, হ্যাঁ!
- Oh, father! - উহ! মুশকিল!
- Oh, I see - উহ! বুঝেছি!
- Oh, no ! - উহ! না!
- Oh, don't trouble! - ও! কষ্ট করবেন না!
- Oh yes! - ও হ্যাঁ
- Oh yes, of course! - ও হ্যাঁ নিশ্চয়!
- Once more, please - আর একবার দয়া করে!
- One more, please - আর একটা দিন দয়া করে!
- Shall I wait? - অপেক্ষা করব কি?
- So it seems - তাই মনে হচ্ছে
- Straight on - সামনে
- Take care- সাবধানে
- Terrible isn't it - বিশ্রী তাই না?
- Thankyou- ধন্যবাদ
- That depends - দেখতে হবে
- That'll do - এতে চলবে
- That'll suit me - আমার এতো চলবে
- That'll suit me perfectly - আমার পক্ষে সেটা খুব ভালো
- That's all - ঐ সব
- That's better - ওটা বেশি ভালো
- That's true - সেটা সত্যি
- That's right - সেটা ঠিক
- That won't do - ওতে চলবে না
- There he goes - ঐ সে যাচ্ছে
- There you are ! - এই যে আপনি!
- This way, please - এই দিকে আসুন!
- Very good - খুব ভালো
- Very likely - খুব সম্ভবত
- Very likely not - সম্ভবত নয়
- Very well - বেশ
- Very well and thank you - বেশ, ধন্যবাদ
- Well ? - তার হলে? ভালো তো ?
- Well, I am surprised - বাহ, অবাক হলাম
- Well it's like this - ব্যাপারটা এই রকম
- Well, now - তা হলে এবার
- Well then - বেশ, তা হলে
- Well , what about it? - তাহলে কি করা যাবে?
- Well, well - বেশ বেশ
- We've got heaps of time - অনেক সময় আছে
- We've got plenty of time - যথেষ্ট সময় আছে
0 Comments