ইংরেজি বর্ণের বাংলা উচ্চারণ - English alphabet, pronunciation in Bengali



অ=A আ=A
ই=I ঈ=I
উ=U ঊ=U
ঋ=RI
এ=E ঐ=AI
ও=O ঔ=AU

 সংক্ষিপ্ত ১১ টি কার 


অ-কার/আ-কার (া) = A

ই-কার/ঈ-কার (ি/ী) = I/EE

উ-কার/ঊ-কার (ু/ূ) = U/OO

ঋ-কার (ৃ) = RI/REE

এ-কার (ে) = E

ঐ-কার (ৈ) = AI

ও-কার (ো) = O

ঔ-কার (ৌ) = AU (OW/OU)

ক=K,C,Q খ=Kh, গ=G, ঘ=GH, ঙ=NG

চ=CH, ছ=CHH, জ=J (Z), ঝ=JH (ZH), ঞ=N

ট=T, ঠ=TH, ড=D, ঢ=DH, ণ=N

ত=T, থ=TH, দ=D, ধ=DH, ন=N

প=P, ফ=F (PH) ব=B, ভ=BH, ম=M

য=Y, র=R, ল=L, শ=SH, ষ=SH

স=S, হ=H, ড়=R, ঢ়=R, য়=Y

ৎ=T, ং=NG, ঃ=H, ঁ=N

বাংলা ব্যঞ্জনবর্ণের প্রতিবর্ণ-গুলি খুব সহজেই মাথায় রাখা যায়,সেটা  আবার কীভাবে সম্ভব চলুন আমরা দেখেনি। 

ঙ, ং = Ng

ট,ত,ৎ = T

ঠ,থ = Th

দ,ড = D

ধ,ঢ = Dh

ণ, ন,ঁ = N

স = S

শ, ষ = Sh

র, ড়, ঢ় = R

হ, ঃ = H

য,য় = Y

এই সমস্ত প্রতিবর্ণ গুলি একটি করে মাথায় রাখলে বাকিগুলো  এমনিতেই মনে থেকে যায়। 

আর একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যেগুলো মহাপ্রাণ বর্ণ সেইগুলোতে  জাতীয় নিশ্বাস ধ্বনি যুক্ত থাকে।

যেমন-
ক্+হ =খ তাহলে আমরা  বর্ণের জন্য k ব্যবহার করি আর  বর্ণের জন্য H এই Kh বর্ণ দুটিকে একত্রিত করলে  সাউন্ড উৎপন্ন করে। তেমনি করে গ্+হ=ঘ, গ=G হ= H তাহলে এইবার যদি আমরা Gh বর্ণ দুটি একত্রিত করি তাহলে  সাউন্ড পাবো।

চ্+হ=ছ

জ্+হ=ঝ

ট্+হ=ঠ

ড্+হ=ঢ

যুক্ত ব্যঞ্জনবর্ণের প্রতিবর্ণ 

ব-ফলা (্ব)=W (WA)

ম-ফলা (ম্র) =M (MA)

য-ফলা (্য)=Y (YA)

র-ফলা (্র)=R (RA)

এবং জ্ঞা= GYA

ক্ষ= KSH (X)

হ্ম=HM

ঙ্ক/ংক=NK

ঙ্গ/ংগ=NG

Post a Comment

0 Comments