PRESENT INDEFINITE TENSE
আমার আছে I have
তোমার আছে You have
তাহার আছে He has
আমাদের আছে We have
তোমাদের আছে You have
তাহাদের আছে They have
আমার একটি কলম আছে I have a pen.
আমাদের একটি বাগান আছে We have a garden.
তোমার একটি পেনসিল আছে You have a pencil.
তোমাদের একটি কুকুর আছে You have a dog.
তাহার একটি খেলনা আছে He has a toy.
তাহাদের একটি পুকুর আছে They have a pond.
রামের একটি বিড়াল আছে Ram has a cat.
আমি (হই) একজন ছাত্র I am a pupil.
আমরা (হই) খেলোয়াড় We are players.
তুমি (হও) দুর্বল You are weak.
তোমরা (হও) সুস্থ You are well.
সে (হয়) অসুস্থ He is unwell.
তাহারা (হয়) বলবান্ They are strong.
রাম (হয়) দুষ্ট Ram is wicked.
আমি বইটি পড়ি I read the book.
তুমি ফুটবল খেল You play football.
যদু একটি চিঠি লেখে Jadu writes a letter.
তাহারা ছবিটি দেখে They see the picture.
সে এখানে আসে - He comes here.
তোমরা জল পান কর You drink water.
আমাকে ডাকে He calls me.
তুমি একটি ঘন্টা বাজাও You ring a bell.
Interrogative Sentence
বামের কি একটি বিড়াল আছে? Has Ram a cat?
তোমার কি একটি কলম আছে? Have you a pen?
আমাদের কি একটি ফুটবল আছে? Have we a football?
হরিণের কি দুটি সিং আছে? Has a deer two horns?
তাহার কি একটি দোয়াত আছে? Has he an inkpot?
গরুর কি চারটি পা আছে? Has a cow four legs?
আমি কি পীড়িত? Am I ill?
তুমি কি সৎ? – Are you honest?
সে কি অসুস্থ? Is he unwell?
লোকটি কি বৃদ্ধ? Is the man old?
এটি কি একটি পুতুল? Is it a doll?
তোমরা কি দুর্বল? Are you weak?
সে কি পড়ে? Does he read?
তুমি কি খেল? Do you play?
তোমরা কি লেখ ? Do you write ?
রাম কি চিঠিটি লেখে? Does Ram write the letter?
Negative Sentence
শিশুটির পুতুল নেই The child has not a doll. The child has no doll.
তোমার কলম নেই You have not, a pen. You have no pen.
রামের পেনসিল নেই Ram has not a pencil. Ram has no pencil.
আমার বই নেই I have not a book. I have no book.
সে দুর্বল নয় He is not weak.
তুমি ধনী নও You are not rich.
সে যায় না He does not go.
তোমরা খেল না You do not play.
রাম পীড়িত নয় Ram is not ill.
তাহারা ছাত্র নয় They are not pupils.
আমি পড়ি না I do not read:
যদু গাছটি কাটে না Jadu does not cut the tree.
Negative Interrogative Sentence
তাহাদের কি বাগান নেই? Have they not a garden?
তোমার কি কোন পুতুল নেই? Have you no doll?
রামের কি ঘড়ি নেই? Has not Ram a watch? Hasn't Ram a watch?
হরির কি কলম নেই? Has not Hari a pen?
সে কি দুর্বল নয়? Is he not weak? Isn't he weak?
রহিম কি অসুস্থ নয়? Is not Rahim unwell?
তুমি কি সৎ নও? Are you not honest?
আমি কি পড়ি না? Do I not read?
তোমরা কি ইহা জানো না? - Do you not know it? Don't you know it?
রাম কি ভাত খায় না? Does not Ram eat rice?
লক্ষ্য কর : Negative Interrogative Sentence-এ not বসছে Pronoun-এর পরে কিন্তু Noun এর আগে। অন্য Tense-এর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। কিন্তু not-এর short form-এ Pronoun এর আগে বসে।
0 Comments