The concise Oxford Dictionary defines Voice as a "set of form of a verb showing the relation of the subject to the action."
যে ক্রিয়ারূপ বাক্যের উদ্দেশ্যের সঙ্গে কাজের সম্পর্ক নির্দেশ করে, তাকে Voice বলে।
Voice change (active to passive) করতে গেলে প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে যে ঐ বাক্যে object আছে কিনা । মনে রেখো শুধুমাত্র transitive verb বা সকর্ম ক্রিয়া পদ যুক্ত বাক্যের voice change করা সম্ভব।
Transitive verb যে verb এর object বা কর্ম থাকে, তাকে Transitive Verb বলে। Transitive verb কে whom, which, what ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় Object.
- He eats rice. (object = rice)
- They are reading books. (object = books)
- Mina has written a letter. (object = a letter)
- The teacher teaches us English. (object = us English)
- Active voice (কর্তৃবাচ্য)
- Passive voice (কর্মবাচ্য)
Active voice: কর্তা (subject) যখন নিজে সরাসরি ক্রিয়া (action) সম্পন্ন করে, তখন Active voice হয়।
Passive voice: যখন কর্তার দ্বারা (by the subject) কোন কাজ (action) সম্পন্ন করা হয়, তখন Passive voice হয়।
(Active) Rahul plays football. রবি ফুটবল খেলে।
(Passive) Football is
played by him রবির দ্বারা ফুটবল খেলা হয়।
Active voice থেকে Passive voice -এ পরিবর্তন করার নিয়ম:
- 1. Active voice-subject- passive voice-object পরিবর্তন করতে হবে এবং objectকে subject-এ পরিবর্তন করতে হবে।
- ওই subject-এর পর একটি Auxiliary verb বসাতে হবে এবং তার পরে Principal verb এর past participle form বসবে।
- Modal Auxiliary verb যদি ব্যবহার হয়ে থাকে তাহলে passive করবার সময় ঐ Modal-এর পরে be বসবে।
- Object-এর আগে সাধারণত by বসানো হয়।
নীচের উদাহরণটি লক্ষ করো:
কিন্তু ভাল করে লক্ষ করো—
Intransitive verb-এর passive form হয় না।
তিনি বাড়ি যান (কর্তৃবাচ্য) = বাড়ি তাঁর দ্বারা যাওয়া হয় (কর্মবাচ্য)।
He goes home. (Active Voice) = Home is gone by him (Passive)
He goes home.'- এই বাক্যে 'home' যেহেতু object রূপে নেই, সেহেতু 'Home is gone by him. এভাবে Passive Voice করা যায় না। কেবলমাত্র Transitive verb-এরই Passive voice করা যায়। একথা সর্বদা মনে রাখবে।
Active থেকে Passive voice বানাতে হলে কয়েকটি নিয়ম ভাল করে মনে রাখতে হবে।
- Active voice -এর Subject টি Passive Voice - এ object হবে।
(Act.) Rahim plays cricket.
⇩ ⇩
s (obj)
(pass.) Cricket is played by rahim.
⇩ ⇩
S (obj)
- Active voice -এর object টি passive voice করার সময় Subject হব।
(Act.) Rahim plays volleyball.
⇩ ⇩
S Obj
(Pass.) Volleyball is played by rahim
⇩ ⇩
S obj
- Active voice -এর যে principal verb থাকবে passive voice করার সময় সেই verb -র Past participal করতে হবে।
(Act.) He says this.
(Pass.) This is said by him.
- Passive voice - এর verb এর Past participle করার পর তার পূর্বে অবশ্যই একটি Be verb বা সাহায্যকারী ক্রিয়া বসবে।
(Pass.) The work is done by me.
- Active voice এর verb এর subject যখন passive voice এর object হবে তখন তার পূর্বে by বসাতে হবে।
(Pass.) You are told by me.
- Active voice এর যে Tense থাকবে, Passive voice এর সেই Tense অবশ্যই অরতে হবে। আবার subject যখন object হবে, তখন Pronoun গুলি Change হবে যেমন-
I > by me
We > by us
They > by them
You > by you
He > by him
She > by her
Name > by name
It > it
Active voice গঠন: Subject + verb + object
Passive voice গঠন: sub + helping verb + Principal verb এর Past participle + by subject.
নীচে উদাহরণগুলি ভালো ভাবে লক্ষ্য করুন কীভাবে Active থেকে Passive বানানো হচ্ছে।
(Active) He plays football.
(Passive) Football is played by him.
(Active) He played football.
(Passive) Football was played by him.
(Active) He will play football.
(Passive) Football will be played by him.
(Active) He is playing Football.
(Passive) Football is being played by him.
(Active) He was playing football.
(Passive) Football was being played by him.
(Active) He has played football.
(Passive) Football has been played by him.
(Active) He had played football.
(Passive) Football had been played by him.
(Active) He will have played football.
(Passive) Football will have been played by him.
0 Comments