স্পোকেন ইংলিশ শেখার সহজ উপায় - Spoken English, English Conversation

স্পোকেন ইংলিশ শেখার সহজ উপায় - Spoken English, English Conversation



MOTHER AND SON CONVERSATION

Mother: why have you got up so early today? মা: তুমি আজ সকালে। উঠলে কেন?
Son: I've to take an exam; today. ছেলে: মা আজ আমার পরীক্ষা আরম্ভ।

Mother: when will you go? মা: তুমি কখন যাবে?
Son: At Nine, what's there for breakfast today? ছেলে: ন' টায় তুমি আজ কি রান্না করেছ?

Mother: I'll cook now, tell me what you'd like? মা: আমি কিছুই রান্না করিনি। তুমি কি খাবে?

Son: Anything which can be prepared fast. ছেলে: তুমি মা তারাতারি তৈরি করতে পারবে।

Mother: will parathas do? মা: পরটা খাবে কি?

Son: No, they cause Constitution. ছেলে: না ওতে কোষ্ঠবদ্ধতা হয়।

Mother: The curd is also ready. মা: দইও রয়েছে।

Son: No, mother! Make some green vegetable. ছেলে: না মা কোনও তরকারি বানাও ।

Mother: Now you suggest? মা: কি তরকারি তুমিই বল।

Son: Spinach with potatoes. ছেলে: পালংশাক আর আলুর তরকারি।

Mother: Fine.Anything else? মা: ঠিক আছে। আর কিছু?

Son: Could I have some sweet dish too? ছেলে: কোনো মিষ্টি জিনিস ও কি পেতে পারি?

Mother: would you like carrot halwa? মা: তুমি কি গাজরের হালুয়া খাবে?

Son: No, it will take too long. Kheer will do. ছেলে: না,এটা করতে অনেক দেরি হবে, আমার মনে হয় পায়েস আর ও তাড়াতাড়ি হবে।

Mother: But there is hardly any milk. মা: কিন্তু দুধ খুব কম রয়েছে।

Son: well leave it. I'll have sugar and curd. ছেলে: ঠিক আছে, তবে আমি দৈ-চিনি দিয়ে খাব।

Mother: It's getting late, you first take a bath. মা: দেখ!দেরি হয়ে যাচ্ছে, আগে স্নান করে নাও

Son: But first I have to polish the shoes. ছেলে: কিন্তু প্রথমে‌ আমার জুতো পালিশ করতে হবে।

Mother: Didn't you do that yesterday? মা: তুমি গতকাল করোনি?

Son: Yes, I did. Today I've to go to the university campus. ছেলে: আমি করেছিলাম, কিন্তু আজ আমায় বিশ্ববিদ্যালয়ের যেতে হবে

Mother: You'll just waste time in polishing. মা: পালিশ করতে শুধু শুধু সময় নষ্ট করবে।

Son:No.I'II be meeting many friends today. ছেলে: না মা!আজ আমাকে অনেক বন্ধুর সঙ্গে দেখা করতে হবে।

Mother: O.k., hurry up. I'm going to the kitchen. মা: ঠিক আছে! তাড়াতাড়ি কর। আমি রান্নাঘরে যাচ্ছি

Son: I've had my bath, mother. Lay the table. ছেলে: মা, আমার প্রধান হয়ে গেছে। খাবার দিয়ে দাও।

Mother: Table is already laid. মা: আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি।

Son: My good mother! Bless me. I'm going. ছেলে: আমার ভালো মা!আসি মা, আশির্বাদ কর।

Mother: May God be with you! মা: ভগবান তোমার সহায় হন।

AT HOME WITH A FRIEND CONVERSATION

Rabi: Who are you? 
Rahul: I am Rahul.

Rabi: Ah, what a pleasant surprise! Please come in. Be seated.
Rahul: Where is your younger brother?

Rabi: I don't know where he is. Well, would you like to have tea or coffee?
Rahul: Tea is better.

Rabi: You look tired today.
Rahul: Yes, I am feeling sleepy.

Rabi: But I had a sound sleep last night. Will you take a rest for a while?
Rahul: But will you not feel disturbed?

Rabi: No, there is no one inside. You may sleep if you wish.
Rahul: Then make a bed over here. Who is knocking at the door?

Rabi: None. You look dead tired. Take bed, please.
Rahul: Let us have a chat.

Rabi: No, you have been out since morning. You are dosing.
Rahul: Thanks. Please wake me up in time.

Post a Comment

0 Comments