MYSELF-1
(মাইসেলফ-১) আমি নিজে-১
1. What is your name? (হােয়াট্ ইজ্ ইয়োর নেম্?) তােমার নাম কী?
Ans. My name is .........................(মাই নেম্ ইজ্)
আমার নাম.........................
2. What is your father's name? (হােয়াট্ ইজ্ ইয়াের ফাদার'স নেম ?) তােমার বাবার নাম কী?
Ans. My father's name is............................
(মাই ফাদার'স নেম ইজ) আমার বাবার নাম.........................
3. What is your father? (হােয়াট্ ইজ্ ইয়াের ফাদার্?) তােমার বাবা কী করেন?
Ans. My father is a/an................ (মাই ফাদার ইজ্ এ /অ্যান) আমার বাবা হন একজন.......................
4. What is your mother's name ? (হােয়াট্ ইজ্ ইয়াের মাদার'স নেম?) তােমায় মায়ের নাম কী ?
Ans. My mother's name is.......................... (মাই মাদার'স নেম্ ইজ্) আমার মায়ের নাম..............................
5. What is your mother? (হােয়াট ইজ ইয়াের মাদার?) তােমার মা কী করেন?
Ans. My mother is a /an............................(মাই মাদার ইজ্ এ/অ্যান্) আমার মা হন একজন.......................
6. How old are you? (হাউ ওল্ড আর ইউ?) তােমার বয়স কত?
Ans. I am.............. years old. (আই অ্যাম............ইয়ারস ওল্ড।)
আমার বয়স............... বছর।
7. Where do you live?(হােয়্যার ডু ইউ লিভ?) তুমি কোথায় বাস করাে?
Ans. I live in/at (আই লিভ ইন / অ্যাট..............) আমি...........বাস করি।
8. When is your birthday? (হােয়েন ইজ্ ইয়াের বারথডে?) তােমার জন্মদিন কবে?
Ans. My birthday is on (Date)........(Month)........(Year)........
(মাই বারথডে ইজ্ অন (ডেট).........(মান্থ)..........(ইয়ার).........
আমার জন্মদিন (তারিখ)...........(মাস)..........(বছর)...........
9. How many brother's and sister's have you? (হাউ মেনি ব্রাদারস্ অ্যান্ড সিস্টারস্ হ্যাভ ইউ?) তোমার কজন ভাই ও বোন আছে?
Ans. I have...........brother's and........... Sister's (আই হ্যাভ...........ব্রাদারস্ অ্যান্ড............সিস্টারস্।)
আমার..........ভাই ও............. বোন আছে।
10. In which country do you live? (ইন হুইচ কানট্রি ডু ইউ লিভ?) তুমি কেন দেশে বাস করাে?
Ans. I live in India. (আই লিভ ইন ইনডিয়া।) আমি ভারতবর্ষে বাস করি।
MYSELF-2 (মাইসেলফ্-২)
1. What do you do? (হােয়াট ডু ইউ ডু?) তুমি কী করাে?
Ans. I am a student. (আই অ্যাম এ স্টুডেন্ট।) আমি একজন ছাত্র।
2. What is the name of your town/ village? (হােয়াট ইজ দ্য নেম অফ ইয়াের টাউন/ভিলেজ?) তােমার শহরের / গ্রামের নাম কী ?
Ans. The name of my town / village is............. (দ্য নেম্ অফ্ মাই টাউন /ভিলেজ ইজ্............।) আমার শহর/ গ্রামের নাম..........
3. What is your favorite game? (হোয়াট্ ইজ্ ইয়োর ফেভারিট গেম?) তোমার প্রিয় খেলা কী?
Ans. My favorite game is.................(মাই ফেভারিট গেম ইজ্) আমার প্রিয় খেলা....................
4. Who is your best friend? (হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড?) তোমার সবথেকে প্রিয় বন্ধু কে?
Ans. ...........is my best friend. (............. ইজ্ মাই বেস্ট ফ্রেন্ড।)
................আমার সবথেকে প্রিয় বন্ধু।
5. Do you read story books? (ডু ইউ রীড স্টোরি বুক?) তুমি কি গল্পের বই পড়াে?
Ans. Yes, I read story books. (ইয়েস, আই রীড স্টোরি বুক।) হ্যা, আমি গল্পের বই পড়ি।
6. Which is your favourite book? (হুইচ ইজ ইয়াের ফেভারিট বুক) কোনটি তোমার প্রিয় বই?
Ans. My favourite book is..............(মাই ফেভারিট বুক ইজ.............।) ............আমার প্রিয় বই।
7. When do you get up? (হােয়েন ডু ইউ গেট আপ ?)তুমি কখন ঘুম থেকে ওঠো?
Ans. I get up at............a.m. in the morning.(আই গেট আপ অ্যাট.................. এ.এম, ইন দ্য মরনিং।) আমি সকাল................. ঘুম থেকে উঠি।
8. When do you go to bed ? (হােয়েন ডু ইউ গো টু বেড?) তুমি কখন ঘুমাতে যাও?
Ans. I go to bed at........... p.m. at night. (আই গাে টু বেড অ্যাট...............পি.এম. অ্যাট নাইট।) আমি রাত...........ঘুমাতে যাই।
9. With whom do you live in your house? (উইথ হুম ডু ইউ লিভ ইন ইয়াের হাউস) তুমি বাড়িতে কাজের সঙ্গে বাস করাে?
Ans. I live with my parents, brothers and sisters. (আই লিভ উইথ মাই পেরেনটস, ব্রাদারস্ অ্যান্ড সিসটারস্।) আমি বাবা-মা, ভাই ও বােনদের সঙ্গে বাস করি।
10. How is your behaviour at your home? (হাউ ইজ্ ইয়াের বিহেভিয়ার অ্যাট ইয়াের হােম?) বাড়িতে তােমার আচার-ব্যবহার কেমন?
Ans. I respect and obey my elders and love my brother(s) and sister(s).
(আই রেসপেক্ট অ্যান্ড ওবে মাই এন্ডারস্ অ্যান্ড লাভ মাই ব্রাদার(স্) অ্যান্ড সিসটার(স্)।
আমি গুরুজনদের শ্রদ্ধা করি ও তাদের কথা মেনে চলি এবং ভাই-বােনদের ভালােবাসি।
0 Comments