Articles [ আরটিকলস্ অর্থাৎ নির্দেশক পদ]
A, An এবং The এই তিনটি word-কে ইংরেজি Grammar-এ Article বলে। এদের সাহায্যে কোনাে প্রাণী বা বস্তুকে নির্দেশ করা হয়।
Article দু-রকম। যথা— Indefinite (ইনডেফিনিট্) Article এবং Definite (ডেফিনিট) Article।
Article :
1. Indefinite Article
A, An
2. Definite Article
The
‘A’ এবং An’ কথার অর্থ One (এক)। কোনাে একক ব্যক্তি বা বস্তুকে বােঝাতে A ও An ব্যবহার করা হয়। যেহেতু 'A' এবং 'An কোনাে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বােঝায় না, তাই এ দুটিকে বলে
Indefinite (অনির্দিষ্ট) Article। আবার “The' ব্যবহার করা হয় কোনাে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বােঝাতে। সেই কারণে 'The'-কে বলে Definite (নির্দিষ্ট) Article।
• যে Article কোনাে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বােঝায় তাকে Definite Article বলে।
• যে Article কোনাে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বােঝায় না তাকে Inefinite Article বলে।
Indefinite Article-এর ব্যবহার:
'A' যেখানে যেখানে বসে:
(i) যে-কোনাে একক ব্যক্তি, প্রাণী বা বস্তু বােঝাতে যেসব word-এর প্রথম Letter-টি Consonant হয় তার আগে A বসে। যেমন— A boy—একটি বালক। A house–একটি বাড়ি। A cow—একটি গােরু। A book—একটি বই।
(ii) Word-এর প্রথম Letterটি vowel হলেও যদি তার উচ্চারণ U (ইউ)-এর মতাে হয়,তাহলে একক ব্যক্তি বা বস্তু বােঝাতে A ব্যবহৃত হয়। যেমন- A European (ইউরােপিয়ান)—একজন ইউরােপীয়। A University (ইউনিভার্সিটি)–একটি বিশ্ববিদ্যালয়। A one rupee note—একটি এক টাকার নােট। (এখানে o-এর উচ্চারণ ‘ow’ হয়েছে।) A one day cricket match—একটি একদিনের ক্রিকেট খেলা।
(iii) খন্ড টুকরা জাতীয় কোনো বড় বােঝাতে 'A pict of কথাটি ব্যবহার করা হয়। যেমন- A piece of wood. A piece of iron.
'An' যেখানে যেখানে বসে:
(i) কোনো একক ব্যক্তি বা বস্তু বােঝাতে An ব্যবহৃত হয়। কোনাে word-এর প্রথম Letter- টি Vowel হলে তার আগে An বসে। যেমন- An ant—একটি পিপড়ে। An ass-একটি গাধা। An egg—একটি ডিম। An inkpot—একটি দোয়াত। An ox—একটি ষাঁড়। An umbrella—একটি ছাতা।
(ii) 'h'-এর উচ্চারণ যখন এইচ্ না হয়ে 'O'-এর মতাে হয়, তখন তার আগে An বসে। যেমন- An honest (অনেস্ট) man—একজন সৎ লােক। An hour (আওয়ার)—এক ঘন্টা।
(iii) কোনাে সম্মানসূচক ডিগ্রি বা পদ বােঝাবার সময় সেই Letter-টি Consonant হলেও উচ্চারণ যদি Vowel-এর মতাে হয়, তাহলে তার আগে An বসে। যেমন- An M.A.—একজন এম.এ। An M.P.—একজন এম. পি। An S.D.0.—একজন এস.ডি.ও | An S.P —একজন এস. পি।
Definite Article 'The
A book—একটি বই। An ox—একটি ষাঁড়
উপরের Noun দুটি অর্থাৎ book ও ox দুটি কেউ নির্দিষ্ট নয়। এরা যে-কোনাে বই বা ষাঁড় হাতে পারে। কিন্তু যদি book ও ox এর আগে The বসানাে হয় তাহলে কী হবে? The book—বইটি The Ox—যাঁড়টি।
তখন বইটি বিশেষ কোনাে বইকে বােঝায়, অর্থাৎ বইটি নির্দিষ্ট হয়ে যায়। তেমনই ষাঁড়টিও বিশেষ কোনাে ষাঁড়, যেটি নির্দিষ্ট হয়ে যায়। সেজন্য “The” হল Definite Article।
The-এর ব্যবহার:
(i) যেসব বিশেষ্য পদের শেষে টি, টা, খানা, খানি, প্রভৃতি যুক্ত হয়ে কোনাে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে সেই সব word-এর আগে 'The' বসে। যথা-
The boy—বালকটি
The toy—খেলনাটি
The book—বইখানি।
The chair—চেয়ারখানা
(ii) জাতিবাচক বিশেষ্য পদের (Noun) আগে 'The বসে। যেমন—
The Hindus—হিন্দু জাতি The English ইংরেজ জাতি
The Indians—ভারতীয় জাতি The Chinese চীনা জাতি
(iii) নদ-নদী, পাহাড়-পর্বত, সাগর-মহাসাগর, দ্বীপপুঞ্জ, ধর্মগ্রন্থ, সংবাদপত্র বা পত্র-পত্রিকা প্রভৃতির নামের পূর্বে The' বসে। যেমন—
The Ganga–গঙ্গা নদী
The India Ocean—ভারত মহাসাগর
The Pacific Ocean-প্রশান্ত মহাসাগর
The Statesman - স্টেটসম্যান
The Himalayas—হিমালয় পর্বতমালা
The Bay of Bengal—বঙ্গোপসাগর
The Andaman Islands - আন্দামান দ্বীপপুঞ্জ
The Ramayana—রামায়ণ
(iv) চন্দ্র, সূর্য, পৃথিবী, দিক্ প্রভৃতির পূর্বে 'The' বসে। যেমন—
The sun, The moon, The earth, The east, The north, The south প্রভৃত।
(v) ইতিহাস প্রসিদ্ধ স্থান, ঘটনা, কোনাে বিখ্যাত স্মৃতিসৌধ, বা ঐতিহাসিক ঘটনা ও তারিখের আগে The বসে। যেমন—
The battle of Palashy-পলাশির যুদ্ধ
The Tajmahal—তাজমহল
The Sepoy Mutiny—সিপাহী বিদ্রোহ
The 15th August—১৫ই আগস্ট
মনে রাখবে : কোনাে ভাষার আগে ‘The' বসে না। যদি The বসাও তাহলে তা সেই ভাষায় কথা বলা মানুষকে বোঝাবে যেমন- The Bengali—বাঙালি জাতি, The English—ইংরেজ জাতি। |