Learn spoken english in bengali - বাচ্চাদের স্পোকেন ইংলিশ
- This is Rahim. ইনি রহিম ।
- This is his book. এই বইটা ওর।
- This is her book. ওই বইটা ওর।
- She is a girl. সে বালিকা।
- You are a student. তুমি ছাত্র।
- I am a clerk. আমি একজন কেরাণী।
- This is a pen. এটি একটি কলম।
- This is an apple. এটি আপেল।
- That is an orange. ওটি কমলালেবু।
- I am an Indian. আমি ভারতবাসী।
- this is the book I need. আমার এই বইটাই চাই।
- The same pain I also have bought. আমি ওই কলমটাই কিনেছি।
- This is a pencil. and it is mine. এটি একটি পেনসিল। এটা আমার পেনসিল।
- That is my Goat. ওটি আমার ছাগল।
- These are my books. Those are your books. এইগুলি আমার বই। ওইগুলো তোমার বই।
- These books are mine. Those books are yours. এই বইগুলি আমার। ওই বইগুলি তোমার।
- These are your notebooks. They are on the table. এইগুলি তোমার খাতা। ওগুলো টেবিলের ওপর আছে।
- Those are marbles. They are of different colours. এগুলি আমার মার্বেল। এগুলি নানা রঙের।
- India is our country we are her inhabitants. ভারত আমাদের দেশ। আমরা এই দেশের অধিবাসী।
- Mr Sharma is your teacher. শ্রীশর্মা তোমার শিক্ষক।
- Kamla and vimala are sisters. Their mother is a teacher. কমলা আর বিমলা দুই বোন। ওদের মা শিক্ষিকা।
- Each of these boys plays games. প্রত্যেকটি ছেলে নানা ধরণের খেলা খেলে।
- None of us went there. আমাদের মধ্যে কেউই ওখানে যাইনি ।
- We enjoyed ourselves during the holidays. আমরা ছুটি খুব আনন্দে কাটিয়েছিলাম।
- Whoever is the best, will get a prize. যে সবচেয়ে ভাল, সেই পুরস্কার পাবে।
- She is wiser than I. ও আমার চেয়ে বেশী বুদ্ধিমতী।
- My handwriting is better than that of my brother. আমার হাতের লেখা আমার ভাইএর চেয়ে ভাল।
- What is that? that is a pencil. ওটা কি ? এটি একটি পেনসিল।
- What are those? Those are books. ওগুলো কি ? ওগুলো বই।
- This is a book. These are its corners. এটি একটি বাক্স। এগুলো এটির চারধার।
- Who is that? He is my friend. উনি কে? উনি আমার বন্ধু।
- Whose notebook is this. এই খাতাটা কার ?
- This cow is ours. এই গরুটা আমাদের।
- Doors shops are theirs. ওই দোকানগুলি ওঁদের।
- This watch is mine. এই ঘড়িটা আমার।
- This house is yours. এই বাড়িটা আপনার।
- This is your house. আপনার বাড়ি এইটা।
0 Comments