English Spelling rules in Bengali - Silent letter Spelling rules

English Spelling rules in Bengali -  Silent letter Spelling rules


ইংরেজি শব্দ উচ্চারণের সঠিক নিয়ম– Mute letter অথবা silent letter এর উচ্চারণ

বর্তমানের ইংরাজীর এক দীর্ঘ ইতিহাস আর রেওয়াজ পরম্পরার পরিণাম। ইংরেজ জাতির লোকেরা অত্যন্ত পরম্পরা প্রিয় এবং কিছুটা পুরাতন পরী। এই কারণে ইংরাজী ভাষার শব্দের উচ্চারণ আর বালা এত অসংগত, জটিল, অদ্ভূত মনে হয়। উদাহরণ

 26 English Letters Pronunciation

    Doubt (ডাউট),


    Colonel (কর্নেল),


    Right (রাইট),


    Wife (ওয়াইফ),


    Comb (কোম),


    Often (অফন)


    Doubt তে b মুক্ত থাকে, Colonel -তে R অপ্রত্যাশিত ভাবে  Right তে gh,Comb তে b আর Often-তে t উহ্য থাকে। উচ্চারণের দৃষ্টিতে অনাবশ্যক। তা সত্ত্বেও এই ভাবেই লেখা হয়। কিন্তু কেন? কেননা যুগ-যুগান্তর থেকে এই ভাবেই লেখার পদ্ধতি চলে আসছে।

    এবার আমরা সেই সব বর্ণের উদাহরণ দিচ্ছি, যেগুলো     বিশেষ স্থিতি  (Manu) অবস্থায় থাকে।


    MUTE –C


    • Scent (সেন্ট) গন্ধ
    • Science (সায়েন্স) বিজ্ঞান
    • Scene (সীন) দৃশ্য
    • Scion (সায়ন) তরুণ বংশধর

    MUTE –D


    • Sledge (স্লেজ) বরফে চলা গাড়ী
    • Knowledge (নলেজ) জ্ঞান
    • Bridge (ব্রিজ) পুল, সেতু
    • Ridge (রিজ) পর্বত

    100 Verb List 

      MUTE –H


      • Hour (আওয়ার) ঘণ্টা
      • Honour (অনার) সম্মান
      • Tames (টেমস) নদীর নাম।
      • Thomas (টমাস) ব্যক্তির নাম

      English Vocabulary

      MUTE –G


      • Sign (সাইন) চিহ্ন
      • Design (ডিজাইন) নকশা
      • Resign (রিজাইন) ইস্তফা
      • Foreign (ফরেন) বিদেশ

      voice change

        MUTE –K


        • Knock (নক) ঠকঠক করা
        • Knowledge (নলেজ) জ্ঞান
        • Knife (নাইফ) ছুরি
        • Knit (নিট) বোনা
        • Knoll (নল)
        • Knob (নব) হাতল

          MUTE –L


          • Folk (ফোক) জনসাধারণ, লোকনৃতা
          • Walk (ওয়াক) চলা,হাঁটা
          • Chalk (চক) খড়ি
          • Could (কুড) পারা
          • Calim (কাম) শান্তি
          • Talk (টক) কথাবার্তা
          • Balm (বাম) মলম
          • Half (হাফ) অর্ধেক

            MUTE –N


            • Hymn (হিম) ভজন, স্তোত্র
            • Column (কলাম) থাম
            • Autumn (অটাম) শরৎ
            • Condemn (কনডেম) নিন্দা করা

              MUTE –P


              • Pseudo (সিউডো) জাল
              • Psychology (সাইকোলোজী) মনোবিজ্ঞান
              • Pneumonia (নিউমোনিয়া) জ্বর
              • Pneumatic (নিউমেটিক) বায়বীয়
              • Palm (পাম) তাল
              • Receipt (রিসীপ) রসিদ

                MUTE –S


                • Island (আইল্যান্ড) দ্বীপ
                • Viscount (ভায়কাউন্ট) পদ

                  MUTE –T


                  • Often (অফেন) প্রায়ই
                  • Soften (সফেন) মসৃণ করা:
                  • Listen (লিসন) শোনা
                  • Hasten (হ‍্যাসন) দ্রুত করা
                  • Jostle (জশল) ধাক্কা দেওয়া

                    MUTE –U


                    • Guard (গার্ড) পাহারাদার
                    • Guarantee (গ্যারান্টী) নিশ্চিত
                    • Guest (গেস্ট) অতিথি
                    • Mosque (মস্ক) মসজিদ
                    • Rogue (রোগ) শয়তান
                    • Vague (ভেগ) অস্পষ্ট
                    • Weight (ওয়েট) ভার

                    MUTE –Gh


                    • Right (রাইট) উচিত
                    • Bright (ব্রাইট) উজ্জ্বল
                    • High (হাই) উচ্চ
                    • Through (থ্রু) দ্বারা
                    • Thigh (থাই) উরু
                    • Eight (এইট) অষ্টম, আট

                      MUTE –E


                      ইংরাজীতে অনেক শব্দ এমন আছে, যেগুলোর শেষ E বর্ণ দ্বারা হয়। এইরূপ বর্ণের সাথে Suffix (সাফিক্স) প্রভায় যুক্ত করে নতুন শব্দ বানাবার সময় সচরাচর E-কে সরিয়ে দেওয়া হয়। যদি প্রত্যয় Vowel (ভাওয়েল) স্বর ধারা শুরু না হয়ে Consonant (কনসোনেন্ট) ব্যাঞ্জন দিয়ে আরম্ভ হয়, তবে E-কে মুক্ত রাখা হয়।


                      Love                   Loving,   Lovable

                      Mile                           Mile-age

                      Change                     Chang-ing

                      Trace                        Trace-able

                      Excite                        Excit-able

                      Due                             Du-ly

                      Whole                         whole-y

                      Judge                        judge-ment

                      Post a Comment

                      0 Comments