learn spoken english - spoken english learning

learn spoken english - spoken english learning


ইংরেজিতে বাক্য গঠন করার সহজ উপায়:

ইংরেজি বাক্য গঠন করার পূর্বে কিছু বিষয় জানা প্রয়োজন। যেমন- Subject VerbObject। এছাড়াও Subject এর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত PersonNumber সম্পর্কেও জানতে হবে। তাই এগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হল।

Subject (কর্তা)

যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনকিছু বলা বা লেখা হয় তাকে Subject বা কর্তা Subject হিসেবে সাধারণত Noun এবং Pronoun ব্যবহৃত হয়। যেমনঃ Rahul reads à book (রাহুল একটি বই পড়ে।)

Subject চেনার উপায়: Verb-কে “কে” দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যায়। যেমনঃ উপরের Sentence টিতে Verb-কে "কে" দ্বারা প্রশ্ন করি। কে পড়ে? উত্তর হল "রাহুল"। সুতরাং Rahul হল Subject বা কর্তা।

Object (কর্ম)

বাক্যে যাকে কেন্দ্র করে Verb এর কাজ সম্পাদন করা হয় তাকে Object বা কর্ম বলে। Object হিসেবেও সাধারণত Noun এবং Pronoun ব্যবহৃত হয়।

Object চেনার উপায়: Verb-কে “কি বা কাকে" দ্বারা প্রশ্ন করলে Object পাওয়া যায়। যেমনঃ উপরের Sentence টিতে Verb-কে "কি" দ্বারা প্রশ্ন করি। কি পড়ে? উত্তর হল "একটি বই”। সুতরাং A book হল Object বা কর্ম।

মনে রাখবেন: Verb-কে "কি বা কাকে" দ্বারা প্রশ্ন করলে যদি যথাক্রমে দুটি উত্তর পাওয়া যায় তাহলে ঐ Sentence এ দুটি Object আছে। আর যদি কোন উত্তর না পাওয়া যায় তাহলে ঐ Sentence এ কোন Object নেই।

Verb (ক্রিয়া)

Verb (ক্রিয়া) হল ইংরেজি বাক্যের প্রাণ। যে শব্দ দ্বারা কোন কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে Verb বলে। Verb ছাড়া কোন বাক্য পরিপূর্ণভাবে গঠিত হতে পারে না। Verb প্রধানত দুই প্রকার। যেমনঃ

i) Principal Verb ii) Auxiliary Verb

Principal Verb: (মূল ক্রিয়া): যে Verb অন্য কোন Verb-এর সাহায্য ছাড়াই স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal Verb বলে। যেমনঃ 

Tread in class ten. (আমি দশম শ্রেণিতে পড়ি।)

I write a letter. (আমি একটি চিঠি লিখি।)

এখানে read write হচ্ছে Principal Verb. এই ধরনের আরো অসংখ্য Verb রয়েছে।

Auxiliary Verb: (সাহায্যকারী ক্রিয়া): যে Verb সাধারণত Tense, Voice বা Sentence গঠনের জন্য Principal Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে। যেমনঃ 

I am reading a novel. (আমি উপন্যাস পড়ছি।) 

She is going to Sylhet. (আমি সিলেট যাচ্ছি।) এখানে Principal Verb “read ও go" এর সাহায্যকারী হিসেবে am ও is বসেছে।

Auxiliary Verb আবার দুই ভাগে বিভক্ত। যথাঃ 

i) Primary Auxiliary Verb ii) Modal Auxiliary Verb

Primary Auxiliary Verb: যে Verb অবস্থান অনুযায়ী সাহায্যকারী আবার অবস্থান অনুযায়ী Principal Verb হিসেবে ব্যবহৃত হয় তাকে Primary Auxiliary Verb বলে।

Primary Auxiliary Verb আবার তিন ধরনের। যথাঃ

i) To do ii)To be iii) To have

Base Form

Present

Past

Past Participle

Present
Participle

Do

Do, Does

Did

Be

am, is, are

Was, Were

Been

Being

Have

Has, Have

Had

Had

Modal Auxiliary Verb: যে Verb সব সময় Principal Verb এর সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয় তাকে Modal Auxiliary Verb বলে। Modal Auxiliary এর পর সব সময় Verb এর Base Form বসে। যেমনঃ

I can speak English. (আমি ইংরেজি বলতে পারি।)

It may rain today. (আজ বৃষ্টি হতে পারে।)

Modal Auxiliary Verb এর তালিকা Can, Could, May, Might, Shall, Should, Will, Would, Must, Dare, Need, Ought to, Would rather, Had better ইত্যাদি।

Person (পুরুষ)

I am a pupil. 

You are a pupil.

He is a pupil.

প্রথম Sentence-এ বক্তা নিজের সম্বন্ধে কিছু বলছে। বক্তা নিজে First Person. সুতরাং, বক্তা যখন নিজের সম্বন্ধে বা নিজেদের সম্বন্ধে কিছু বলে তখন তার বা তাদের First Person হয়।

যথা– I, we, us, my, our ইত্যাদি।

দ্বিতীয় Sentence-এ বক্তা সম্মুখে উপস্থিত কারাে সম্বন্ধে কিছু বলছে। 'You' হ’ল Second Person.

সুতরাং, বক্তা যখন সম্মুখস্থ কারাে সম্বন্ধে বা কাউকে উদ্দেশ্য করে কিছু বলে তখন সে Second Person. you, yours, your, thy ইত্যাদি।

তৃতীয় Sentence-এ বক্তা-সম্মুখে অনুপস্থিত কারাে সম্বন্ধে বা কাউকে উদ্দেশ্য করে কিছু বলছে। 'He' হল Third Person. সুতরাং, বক্তা নিজেকে এবং সম্মুখের শ্রোতাকে না বুঝিয়ে অন্য কাউকে বােবালে। সে Third Person হয়। যথা he, she, they, them, him ইত্যাদি।

মনে রাখবে:

  • Person হয় Noun বা Pronoun-এর।
  • Noun বা Pronoun-এর মত Verb-এরও Person হয়।
  • কর্তা Third Person Singular Number হলে Verb-এর সঙ্গে s বা es যােগ হয়।
  • সকল Noun এবং he, she, it, they প্রভৃতি  Third Person.
  •  I (আমি), we (আমরা) সম্পর্কিত Pronoun গুলো First Person. 
  • You (তুমি).you (তোমরা) সম্পর্কিত Pronoun গুলো Second Person.
  • To be'Verb, Person অনুযায়ী ব্যবহৃত হয়- I am, You are, She is.
  • Thou, thee, thine, thy-Second Person- Pronoun এর এই Pronoun গুলি কবিতায় ব্যবহৃত হয়।

NUMBER (বচন)

বাংলা ব্যাকরণে যাকে বচন বলে ইংরেজি Grammar- এ তাকেই Number বলে। 

যে চিহ্ন দ্বারা Noun বা Pronoun-এর সংখ্যা নির্দেশ করা হয় তাকে Number বলে। 

Number দু'রকম, যথা-

(i) Singular Number (একবচন) 

(ii) Plural Number (বহুবচন)।

যে Noun বা Pronoun-এর দ্বারা একটি মাত্র সংখ্যার ধারণা হয় তাকে Singular Number বলে। যেমন—Girl, Horse, Banana, Fish, Pen, Umbrella. 

The boy came to me.—বালকটি আমার কাছে এল।

Give me your pen.—তােমার কলমটি আমাকে দাও।

The dog is barking.—কুকুরটি ঘেউ ঘেউ করছে।

উপরের Sentence তিনটিতে boy, pen, dog, কেবলমাত্র একটি বালক, একটি কলম ও একটি কুকুরের সংখ্যা নির্দেশ করছে। অতএব boy, pen, dog হল Singular Number

The boys are swimming.—বালকেরা সাঁতার কাটিতেছে।

She has many pens.—তাহার অনেক কলম আছে।

Dogs are running.—কুকুরগুলি দৌড়াইতেছে।

উপরের Sentence-গুলিতে boys মানে অনেকগুলি বালক, pens মানে অনেকগুলি কলম, dog

মানে অনেকগুলি কুকুর বােঝাচ্ছে। অর্থাৎ, boy হয়েছে boys, pen হয়েছে pens, এবং dog হয়েছে

dogs. এরকম word-গুলি হল Plural Number

যে Noun বা Pronoun-এর দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যার ধারণা হয় তাকে Plural Number বলে

কেবলমাত্র Noun-এর সাথে s যােগ করেই Plural হয় না। Singular Number-কে Plural Number-এ পরিণত করার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলি ভালােভাবে মনে রাখা দরকার। কিভাবে Singular থেকে Plural করতে হয় সেরকম কিছু নিয়ম ও উদাহরণ নীচে দেওয়া হল।

1. সাধারণভাবে Noun-এর শেষে ‘s' যােগ করে Plural গঠন করা হয়। যেমন

Singular Plural Singular Plural Singular Plural
Ant (পিঁপড়ে) ants Egg (ডিম)  eggs Lion (সিংহ) lions
Book (বই)  books Finger (আঙুল) fingers Tiger (বাঘ)  tigers
Boy (বালক) boys Girl (বালিকা) girls Tree (গাছ)  trees
Bird (পাখি) birds Garden (বাগান) gardens Rock (পাথর) rocks
cat (বিড়াল) cats Horse (ঘোড়া) horses Sister (বোন)  sisters
Chair (চেয়ার) chairs Hand (হাত)  hands Brother (ভাই)  brothers
Cow (গরু) cows Hen (মুরগি) hens Village (গ্রাম)  villages
Dog (কুকুর) dogs King (রাজা)  kings Queen (রানী)  queens

2. Noun-এর শেষে  s, sh, ss, ch, x বা z থাকলে word-এর শেষে 'es' যোগ করে Plural করতে হয় যেমন-

Singular Plural Singular Plural Singular Plural
Ass (গাধা) asses Box (বক্স) boxes glass (গ্লাস)  glasses
Bus (বাস) buses Branch (শাখা) branches fish (মাছ)  fishes
Brush (তুলি)  brushes Class (শ্রেণী) classes Fox (খেঁকশিয়াল)  foxes
Bench (বেঞ্চ) benches Dish (থালা) dishes Watch (ঘড়ি) watches

3. যদি Noun-এর শেষে 'o'  থাকে সেই word-এর সাথে 'es' যোগ করে Plural করতে হয়। 

Singular Plural Singular Plural
Buffalo (মহিষ)  buffaloes Tomato (টমাটো) tomatoes
Cargo (মালবাহী বিমান) cargoes Tornado (ঘূর্ণিঝড়) tornadoes
Echo (ধ্বনি) echoes Potato (আলু)  potatoes
Hero (নায়ক) heroes Mosquito (মশা)  mosquitoes
Mango (আম)  mangoes volcano (আগ্নেয়গিরি) volcanoes

ব্যতিক্রম: কিছু কিছু Noun আছে যার শেষে 'o' থাকলেও কেবল 's' যোগ করে Plural করা হয় যেমন-

Singular Plural Singular Plural
Bamboo (বাঁশ)  bamboos photo (ছবি) photos
Comando (সৈনিক) comandos Studio (স্টুডিও) studios
kilo (ওজন) kilos Zero (শূন্য) zeros
Cuckoo (কোকিল) cuckoos Piano (পিয়ানো) pianos

4. যদি Noun-এর শেষে f বা ef থাকে তাহলে f বা fe এর স্থানে ves বসিয়ে Plural করা হয়। যেমন-

Singular Plural Singular Plural
Calf (বাছুর) claves Half (অর্ধেক) helves
Leaf (পাতা) leaves Shelf (তাক)  shelves
Life (জীবন) lives Wolf (নেকড়ে) wolves
Knife (ছুরি) knives Wife (স্ত্রী) wives
Thief (চোর)  thieves

ব্যতিক্রম: কিছু কিছু Noun-এর শেষে f বা fe থাকলেও কেবল শেষে 's' যোগ করে Plural করতে হয়। যেমন-

Singular Plural Singular Plural
Chief (প্রধান) chiefs Proof (প্রমাণ) proofs
Roof (ছাদ)  roofs Dwarf (বামন)  dwarfs
Scarf (ফিতা) scarfs Grief (দুঃখ) griefs
Safe (সিন্দুক) safes Gulf (উপসাগর) gulfs

5. কতগুলি Noun আছে যাদের ভিতরের vowel পরিবর্তন করে Plural করতে হয়। যেমন-

Singular Plural Singular Plural
Man (মানুষ) men Tooth (দাঁত) teeth
Woman (স্ত্রী লোক) women Mouse (ইঁদুর) mice
Goose (রাজহাঁস) geese Foot (পায়ের পাতা) feet

6. কয়েকটি Noun  আছে যাদের শেষে en বা ren যোগ করে plural করতে হয়। যেমন-

Singular Plural
Ox (ষাঁড়) oxen 
Child (শিশু) children

7. যদি Noun- এর শেষে বর্ণটি y হয় কিন্তু তার আগে Consonant থাকে তাহলে plural করার সময় y- এর স্থানে 'i' এবং শেষে es যোগ করতে হয়। যেমন-

Singular Plural Singular Plural
Army (সৈন্য) armies Hobby (শখ)  hobbies
Baby (শিশু) babies Story (গল্প) stories
Lady (মহিলা) ladies Spy (গুপ্তচর) spies
city (শহর)  cities Duty (কর্তব্য) duties
Body (শরীর) bodies Party (দল)  parties
Fly (মাছি)  flies Country (দেশ)  countries

8. Noun-এর শেষে Letter টি y হয় কিন্তু তার আগে vowel থাকে তাহলে plural করার সময় y- এর কোনো পরিবর্তন হয় না, কেবল শেষে 's' যোগ হয়। যেমন-

Singular Plural Singular Plural
Day (দিন)  days Monkey (বানর)  monkeys
Toy (খেলনা) toys Boy (বালক)  boys
Key (চাবি) keys Play (খেলা)  plays

9. এমন কতগুলি word আছে যারা সর্বদাই plural form- এ আছে। যেমন-

Alms (ভিক্ষা)  Thanks (ধন্যবাদ) Spectacles (চশমা) 
Assets (সম্পত্তি) Trousers (পাজামা) Scissors (কাঁচি) 
News (খবর) Measles (হাম)  Orders (হুকুম) 
Odds (অসমান) Wages (বেতন) Tongs (চিমটে)

Plural Of Pronoun

* Noun-এর মতো Pronoun এরও Plural Number হয়।

Singular Plural Singular Plural
I (আমি) We (আমরা) Your (তোমার) Yours (তোমাদের) 
Me (আমাকে) Us (আমাদিগকে) He, She (সে) They (তাহারা) 
My (আমার) Our (আমাদের) This (এই)  These (এইগুলি) 

Post a Comment

0 Comments