ওয়ান বানান 99.9% লোক ভুল লিখে। English to Bengali Spelling Mistakes



One = 'ওয়ান' নাকি 'উআন' কোন উচ্চারণটি সঠিক?

ইংরেজি বা বাংলাতে কিছু পরিচয় শব্দের বানান আমারা 99.9% লোক ভুল করি কিন্তু কেউ সেই ভুল ধরিয়ে দেয় না অথচ আমরা হামেশাই সেই ভুলগুলো করে যাচ্ছি। এইটা জানার জন্য আগে কিছু বিষয় স্পষ্ট করে দেওয়া যাক বাংলাতে যৌগিক স্বর মোট ২৫ টি তার মধ্যে 'ওয়া' এবং 'উআ' এই দুটি ভিন্ন ভিন্ন যৌগিক স্বর। কিন্তু আমাদের শ্রবণযন্ত্রের ত্রুটিতে এদের সাউন্ড প্রায় এক মনে হয়।

 যেমন ধরুন- One এর উচ্চারণ বাংলাতে লেখা হচ্ছে (ওয়ান) কিন্তু আমারা উচ্চারণ করার সময় করছি (উআন/উয়ান)  অর্থাৎ 'উ' বর্ণ দিয়ে উচ্চারণ করা হয় কিন্তু বাংলা লেখা হয় '' বর্ণ দিয়ে (ওয়ান)  কিন্তু এর সঠিক বানান হবে (উআন/উয়ান)। বাংলা বর্ণমালায় ও, এবং এর উচ্চারণ কখনও এক হতে পারে না।

Water 'ওয়াটার' নাকি 'উয়াটার' কোন উচ্চারণটি সঠিক?

Water এর সঠিক উচ্চারণ অক্সফোর্ড ডিকশনারীতে করা হয়েছে উঅ:ট‍্যা(র্) কিন্তু ইন্ডিয়ান ডিকশনারীতে উচ্চারণটি লেখা হয়েছে 'ওয়াটার্' আসুন একটু যাচাই করে নেওয়া যাক কোন উচ্চারণটি ন‍্যায় সংগত। 

আমরা যদি ইন্ডিয়া উচ্চারণ রীতি অনুসরণ করি তাহলে water এর উচ্চারণ আমারা করে থাকি উ..য়া..টার্ / উ..আ..টার্ (উয়াটার্/উআটার্) কিন্তু দুঃখের বিষয় ইন্ডিয়া ডিকশনারীতে লিখছে ও..য়া..টার্ (ওয়াটার্) তাই ভালো ভাবে মাথায় রাখবেন 'ওয়া বা উয়া/উআ' সাউন্ড এক নয়। তাই ইন্ডিয়ান ডিকশনারীতে 'ওয়াটার' না লিখে উয়াটার্ /উআটার্ লেখা ন‍্যায় সংগত।

Watch 'ওয়াচ্' নাকি 'উয়াচ্ /উঅচ্' কোনটি সঠিক উচ্চারণ?

Watch উঅচ্ (অক্সফোর্ড ডিকশনারী অনুযায়ী 'উঅচ্' সঠিক উচ্চারণ)।
কিন্তু ইন্ডিয়ান ডিকশনারী দেখলে পাবেন watch ওয়াচ্ আপনি উচ্চারণ করছেন ঠিক 'উয়াচ্'  কিন্তু বাংলাতে লিখা হচ্ছে 'ওয়াচ্' । তাই ইন্ডিয়ান ডিকশনারীতে 'ওয়াচ্' না লিখে 'উয়াচ্' লেখা ন‍্যায় সংগত। স্মার্ট উচ্চারণ শিখতে হলে অক্সফোর্ড ডিকশনারী সবার ফলো করা উচিত।

Word ওয়ার্ড' নাকি উয়ার্ড কোনটি সঠিক? 

Word এর উচ্চারণ তো আমরা সকলেই সঠিক করি কিন্তু সেটা বাংলাতে লেখা হয় ভুল। উ..য়া..র্ড অর্থাৎ উচ্চারণ হচ্ছে 'উ' বর্ণ দিয়ে, কিন্তু লেখা হচ্ছে ও..য়া..র্ড অর্থাৎ 'ও' বর্ণ দিয়ে তাই 'ওয়ার্ড' না লিখে 'উয়ার্ড' লেখা সমীচীন।

Simple Tense
Present Indefinite 

Post a Comment

0 Comments