Spoken English In Bengali - Spoken English Practice

Spoken English Practice

Spoken English In Bengali - Spoken English Bangla


S + have / make / get + obj (ব্যক্তিবিহীন) + v (P.P)

  • I have the work done -আমি কাজটি করিয়ে নেই।
  • I am having the work done -আমি কাজটি করিয়ে নিচ্ছি / নিতেছি ।
  • I have had the work done -আমি কাজটি করিয়ে নিয়েছি।
  • I had the work done - আমি কাজটি করিয়ে নিয়েছিলাম।
  • I was having the work done - আমি কাজটি করিয়ে নিচ্ছিলাম / নিতেছিলাম।
  • I had had the work done -আমি কাজটি করিয়ে নিয়াছিলাম। 
  • I shall have the work done - আমি কাজটি করিয়ে নিব।
  • You should have the work done - তোমার কাজটি করিয়ে নেওয়া উচিত
  • You should have had the work done- তোমার কাজটি করিয়ে নেওয়া উচিত ছিল।

Note: Should এর স্থলে ought to বসিয়ে পড়া যায় এবং একই অর্থ প্রকাশ পায়

  • He would have the work done - সে কাজটি করিয়ে নিত।
  • You can have the work done - তুমি কাজটি করিয়ে নিতে পার ।
  • You could have the work done - তুমি কাজটি করিয়ে নিতে পারতে।
  • You will be able to have the work done - তুমি কাজটি করিয়ে নিতে পারবে। 
  • He may have the work done - সে কাজটি করিয়ে নিতেও পারে।
  • He might have the work done - সে কাজটি করিয়ে নিতেও পারত
  • He must have the work done - সে অবশ্যই কাজটি করিয়ে নেয়/ নিবে।
  • He need have the work done - তার কাজটি করিয়ে নেওয়া দরকার/প্রয়োজন। 
  • He need have had the work done - তার কাজটি করিয়ে নেওয়া দরকার ছিল।
  • I am to have the work done - আমাকে কাজটি করিয়ে নিতে হয়।
  • I was to have the work done - আমাকে কাজটি করিয়ে নিতে হত/ হয়েছিল।
  • I have to have the work done - আমাকে কাজটি করিয়ে নিতে হবে।
  • He has to have the work done - তাকে কাজটি করিয়ে নিতে হবে।
  • I had to have the work done - আমাকে কাজটি করিয়ে নিতে হত/ হয়েছিল।
  • I shall have to have the work done - আমাকে কাজটি করিয়ে নিতে হবে (ভবিষ্যৎ বুঝাতে)
  • You will have to have the work done - তোমাকে কাজটি করিয়ে নিতে হবে । (ভবিষ্যত বুঝাতে) 
  • You must have to have the work done - তোমাকে অবশ্যই কাজটি করিয়ে নিতে হবে।
  • I am supposed to have the work done - আমার / আমার-ত কাজটি করিয়ে নেওয়ার কথা।
  • I was supposed to have the work done - আমার/আমার-ত কাজটি করিয়ে নেওয়ার কথা ছিল।
  • I would like to have the work done - আমি কাজটি করিয়ে নিতে চাই। 
  • You had better have the work done - তুমি বরং কাজটি করিয়ে নেও/তোমার কাজটি করিয়ে নেওয়াটা-ই ভাল হবে।
  • I feel like having the work done - আমার কাজটি করিয়ে নিতে ইচ্ছে করছে। 
  • He seems to have the work done - সে মনে হয় কাজটি করিয়ে নেয় / নিবে।

Note: এখন শুধু have এর স্থলে make/ get বসিয়ে practise করুন। বাকি সব ঠিক থাকবে। প্রয়োজন বোধে subject, object এবং 'done' verb টি পরিবর্তন করে পড়ুন


S + have / make / get + obj (ব্যক্তিবাচক) + V (present)

  • I have / make him do the work - আমি তাকে দিয়ে কাজটি করাই।
  • I am making him do the work - আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি।
  • I have made him do the work - আমি তাকে দিয়ে কাজটি করাইয়াছি।
  • I have been making him do the work for few days - আমি তাকে দিয়ে কিছু দিন যাবৎ কাজটি করাচ্ছি।
  • I made him do the work - আমি তাকে দিয়ে কাজটি করাইয়ে ছিলাম।
  • I was making him do the work - আমি তাকে দিয়ে কাজটি করাইতেছিলাম।
  • I had made him do the work - আমি তাকে দিয়ে কাজটি করাইয়াছিলাম।
  • I had been making him do the work for few days  - আমি কিছুদিন যাবৎ তাকে দিয়ে কাজটি করাইতেছিলাম।
  • I shall make him do the work - আমি তাকে দিয়ে কাজটি করাইব।
  • He will make me do the work - সে আমাকে দিয়ে কাজটি করাইবে।
  • He would make me do the work - সে আমাকে দিয়ে কাজটি করাত।
  • I should make him do the work - আমার তাকে দিয়ে কাজটি করানো উচিত। 
  • I should have made him do the work - আমার তাকে দিয়ে কাজটি করানো উচিত ছিল।
  • I can make him do the work - আমি তাকে দিয়ে কাজটি করাতে পারি।
  • I could make him do the work - আমি তাকে দিয়ে কাজটি করাতে পারতাম।
  • I may make him do the work - আমি তাকে দিয়ে কাজটি করাতেও পারি।
  • I might make him do the work - আমি তাকে দিয়ে কাজটি করাতেও পারতাম।
  • I must make him do the work - আমি অবশ্যই তাকে দিয়ে কাজটি করাইব ।
  • I need make him do the work - আমার তাকে দিয়ে কাজটি করানো দরকার।
  • I need have made him do the work - আমার তাকে দিয়ে কাজটি করানো দরকার ছিল।
  • I had better make him do the work - আমি বরং তাকে দিয়ে কাজটি করাই ।
  • I would like to make him do the work - আমি তাকে দিয়ে কাজটি করাতে চাই।
  • I am supposed to make him do the work - আমার-ত তাকে দিয়ে কাজটি করানোর কথা।
  • I was supposed to make him do the work - আমার-ত তাকে দিয়ে কাজটি করানোর কথা ছিল। 

Note: এখন শুধু Subject, object এবং 'do' verb টি পরিবর্তন করে পড়ুন। প্রয়োজনবোধে make-এর স্থলে have/geবসিয়ে পড়ুন। মনে রাখতে হবে যে get-এর ক্ষেত্রে to বসে।

 

Simple Tense

Post a Comment

0 Comments