Very Important Verbs List:
- Answer [আনস্যা(র্)]—জবাব দেওয়া
- Ask (আ স্ক)—জিজ্ঞাসা করা
- Awake (অ্যাওএইক্)—জাগা
- Bear [বেঅ্যা(র্)]—বহন করা, জন্ম দেওয়া
- Beat (বীট্)—প্রহার করা
- Begin (বিগিন্) — আরম্ভ করা, আরম্ভ হওয়া
- Bend (বেনড্)—নোয়া বা নোয়ানো, বাঁকা বা বাঁকানো
- Bind (বাইন্ড)—বাঁধা
- Bite (বাইট্)—কামড়ান
- Borrow (বরৌ)—ধার করা
- Break (ব্রেক্)—ভাঙা
- Bring (ব্রিং)— আনা
- Burn (বা(র্)ন)—জ্বলা
- Buy (বাই) – কেনা
- Call (ক্যল্/কল্) — ডাকা শুধু য-ফলা কোনো বর্ণে যুক্ত থাকলে 'অ' এর মতো উচ্চারণ হয়।
- Can (ক্যান)—পারা
- Carry (ক্যারি)—বহন করা
- Catch (ক্যাচ্) –ধরা
- Close (ক্লৌজ়্)—বন্ধ করা বা বন্ধ হওয়া বর্গীয়-জ এর উচ্চারণ জ+ঝ এর মাঝামাঝি উচ্চারণ হবে
- Come (কাম্) – আসা
- Cry (ক্রাই) –কাঁদা, চিৎকার করা
- Cut (কাট্)— কাটা
- Dig (ডিগ্)——খোঁড়া
- Die (ডাই)—মরা
- Do (ডু) —করা
- Draw (ড্র্য)—টানা শুধু য-ফলা কোনো বর্ণে যুক্ত থাকলে 'অ' এর মতো উচ্চারণ হয়।
- Drink (ড্রিংক্)—পান করা
- Drive (ড্রাইভ্)—গাড়ি চালান
- Eat (ঈট্)—খাওয়া
- Fall (ফ্যল্)—–পড়ে যাওয়া, পড়া শুধু য-ফলা কোনো বর্ণে যুক্ত থাকলে 'অ' এর মতো উচ্চারণ হয়।
- Fetch (ফেচ্) —নিয়ে আসা, আনা
- Fight (ফাইট্)—লড়াই করা
- Find (ফাইণ্ড) – দেখতে পাওয়া
- Fly (ফ্লাই) — ওড়া
- Forget [ফ্যা(র্)গেট্]—ভুলে যাওয়া
- Forgive [ফ্যা(র্)গিভ্]—ক্ষমা করা
- Get (গেট্)—আনা, পাওয়া
- Give (গিভ্)—দেওয়া
- Go (গৌ)—যাওয়া
- Grow (গ্রৌ)—জন্মান
- Hang (হ্যাং)—ঝোলান, ফাঁসি দেওয়া
- Have (হ্যাভ্)— অধিকার পাওয়া,
- Hate (হেইট্)—ঘৃণা করা
- Hear [হিয়্যা(র্)]—শ্রবণ করা
- Hide (হাইড্) — লুকানো
- Hold (হৌল্ড)—ধরে রাখা
- Keep (কীপ্) — রাখা
- Kill (কি) –হত্যা করা
- Kneel (নীল্) - হাঁটু গাড়া
- Know (নৌ)— জানা, চেনা
- Laugh (লাফ্)–হাসা
- Lay (লেই) —স্থাপন করা, রাখা, শোয়ানো
- Learn (ল্যা(র্)ন)—শিক্ষা করা
- Leave (লীভ্)—ছেড়ে যাওয়া, ছেড়ে আসা, পরিত্যাগ করা
- Lend (লেন্ড) — ধার দেওয়া
- Let (লেট্)—করতে দেওয়া
- Lie (লাই) — শয়ন করা
- Lift (লিফট্)—ওপরে তোলা
- Lose (লূজ়্)—হারানো, খোয়ানো
- Make (মেইক্)—তৈরী করা
- Meet (মীট্)—দেখা করা, দেখা পাওয়া
- Open (ঔপ্যান্)—খোলা
- Play (প্লেই)—খেলা করা
- Put (পুট্)—রাখা
- Raise (রেইজ়্)—উঁচু করা
- Read (রীড়)—পড়া
- Reply (রিপ্লাই)—জবাব দেওয়া
- Ride (রাইড্)—–(ঘোড়া প্রভৃতিতে) চড়া
- Ring (রিং)—বাজা, বাজানো
- Rise (রাইজ)—জাগা, ওঠা
- Run (রান) — দৌড়ানো
- Save (সেইভ্)—জমা, রক্ষা করা,
- Say (সেই) –বলা
- Scold (স্কৌলড্)—বকা, তিরস্কার করা
- Search (স্যা(র্)চ্)—খোঁজা
- See (সী) — দেখা
- Sell (সেল) — বেচা
- Send (সেন্ড্) – পাঠানো
- Set (সেট্)—অস্ত যাওয়া
- Show (শৌ)—দেখান
- Shut (শাট্) – বন্ধ করা বা বন্ধ হওয়া
- Sing (সিং) — গান গাওয়া, গাওয়া
- Sit (সিট্) —বসা
- Sleep (স্লীপ) – ঘুমানো
- Smile (স্মাইল)—মুচকি হাসা
- Speak (স্পীক্)—কথা বলা
- Spend (স্পেন্ড্)—খরচ করা
- Stand (স্ট্যান্ড্র)—দাঁড়ানো
- Steal (স্টীল্)—চুরি করা
- Swim (সুইম)—সাঁতরানো
- Take (টেইক)—লওয়া
- Teach (টীচ্)—শেখানো
- Tell (টেল) –বলা
- Think (থিংক্)–চিন্তা করা, ভাবা
- Throw (থ্রৌ)—ছোড়া
- Try (ট্রাই)—চেষ্টা করা
- Wait (উএইট্)—অপেক্ষা করা,
- Wake (উএইক্)—জাগা
- Walk (উয়াক্)—হাঁটা
- Weep (উঈপ্)—কাঁদা
- Win (উইন্)— জেতা, জিতে নেওয়া
- Work (ওঅ্যক্)—–কাজ করা
- Write (রাইট)—লেখা
1 Comments
Awesome
ReplyDelete