Time/Date
It is nine o'clock- এখন ন - টা বাজে ।
It is half past nine - এখন সাড়ে ন - টা বাজে।
It is quarter past nine - এখন সওয়া ন - টা বাজে ।
It is quarter to five - এখন পৌনে পাঁচটা।
It is ten past five - এখন পাঁচটা বেজে দশ মিনিট ।
It is ten to five - এখন পাঁচটা বাজতে দশ মিনিট বাকি।
রাত্রি 12 টা থেকে পরের দিন দুপুর 11: 59: 59টা =a.m.
দুপুর 12 টা থেকে রাত্রি 11:59:59
টা p.m. হয় । |
Quarter to -পৌনে;
Quarter past - সওয়া; |
It is forty five minutes past five. - এখন পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট।
Or, It is quarter to six. - এখন পৌনে ছ - টা। উপরের sentence দুটির অর্থ একই , মে কোনোভাবে বললেই হয়।
It is 37 minutes past nine .
Or, It is 23 minutes to ten.- এখন দশটা বাজতে তেইশ মিনিট।
60 seconds make a minute. - 60 সেকেন্ডে এক মিনিট হয়
60 minutes make an hour. - 60 মিনিটে এক ঘন্টা হয়।
24 hour make a day. - 24 ঘণ্টায় এক দিন হয়।
30 day make a month.- 30 দিনে এক মাস হয়।
7 days make a week. - 7 দিনে এক সপ্তাহ হয়।
365 days make a year.- 365 দিনে এক বছর হয়।
12 months make a year.- 12 মাসে এক বছর হয়।
52 weeks make a year.- 52 সপ্তাহে এক বছর হয়।
What is the time by your watch? - ঘড়িতে ক -টা বাজে?
The watch run first- ঘড়িটি দ্রুত চলে ।
It's half past nine - এখন সাড়ে ন -টা বাজে।
The watch goes slow - ঘড়িটি ধীরে চলে ।
When do you get up? - কখন ঘুম থেকে ওঠ?
I get up at six every morning - আমি রোজ সকাল ছ- টায় উঠি।
What's the time , please? -দয়া করে ক- টা বাজে বলবেন কি?
It's twenty past nine - এখন ন- টা বেজে কুড়ি মিনিট।
It's time to go to the office - এখন অফিস যাওয়ার সময়।
I have to start within ten - দশটার মধ্যে আমায় বেরোতে হবে।
What time did you start from home? - বাড়ি থেকে ক- টায় বেরিয়েছ ?
When do you usually reach the office? - সাধারণত ক- টা নাগাদ অফিসে পৌঁছাও ?
What time does your father return? - ক - কার সময় বাবা ফেরেন ?
What is the date today - আজকের তারিখ কী?
What is the day of the week? - আজ কী বার?
Or, what is the day today?
It is Monday today - আজ সোমবার।
Wind up the clock - ঘড়িতে দম দাও।
What date is our Independence day? - আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে?
August 15, 1947 is our Independence day - 1947 সালের 15 আগস্ট আমাদের স্বাধীনতা দিবস।
What date did India declare as Republic day? - কত তারিখে ভারতের প্রজাতন্ত্র দিবস ঘোষিত হয়েছিল?
India declared
January 26. To be the republic day - 26 জানুয়ারিভারতের প্রজাতন্ত্র দিবস ঘোষিত হয়েছিল।
How many times shall I tell you? - আর কতবার তোমাকে বলব?
How long shall I wait for you? - আর কতক্ষন তোমার জন্য অপেক্ষা করব?
How long has it been drizzling ? - কতক্ষন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে ?
How much time will the Rajdhani Express take to reach Delhi? - দিল্লি পৌঁছাতে রাজধানী এক্সপ্রেস - এর কত সময় লাগবে?
It will take 20 hours to reach Delhi. দিল্লি পৌঁছাতে এটির (রাজধানী এক্সপ্রেস - এর ) 20ঘন্টা সময় লাগবে।
You have come just in time. -আপনি ঠিক সময়ে এসেছেন।
Don't waste your time - সময় নষ্ট কোরো না।
Morning -সকাল |
It's dawn . It's the time to sunrise - .এখন ভোর ।সূর্য ওঠার সময়।
It's time for lunch - এখন মধ্যাহ্ন ভোজের সময়।
It's time for dinner এখন রাতের প্রধান খাবার খাওয়ার সময়
It's time for supper - এখন রাত্রিকালীন খাবার খাওয়ার সময়।
He came here yesterday - গতকাল সে এখানে এসেছে।
I shall start on the day after tomorrow আগামী পরশু আমি যাত্রা শুরু করব ।
I shall come back within a week. - আমি এক সপ্তাহের মধ্যে ফিরে আসব।
Remember the value of time.- সময়ের মূল্য মনে রেখো।
I Hope, my hard time will come to an end. - আশা করি আমার দুঃ সময়ের অবসান হবে।
Hope, better days will come soon. - আশা করা যায়, ভালো সময় শিঘ্রই আসবে।
1 Comments
Nice post
ReplyDelete