Relative pronoun এর ব্যবহার

Relative pronoun এর ব্যবহার


Relative Pronoun who, whom, which এবং that এর ব্যবহার শিখুন সহজেই

(Who, Whom, whose, Which ও What এই শব্দগুলি তিনপ্রকারে ব্যবহৃত হয়। Interrogative adjective, Interrogative pronoun ও Relative pronoun হিসাবে। Interrogative adjective ও Interrogative pronoun বাক্যের আদিতে বসে, কিন্তু relative pronoun বাক্যের মাঝে বসে এবং তার আগে কোনো noun থাকে antecedent হিসাবে বা পূর্ববর্তী হিসাবে।

Relative Pronoun 6টি ( 1 ) Who, ( 2 ) Whom, (3) Whose, (4) Which,

বিভিন্ন প্রকার Relative Pronoun-এর ব্যবহার:

Present Continuous Tense Examples

Who (Subject):

Use: ব্যক্তির উদ্দেশ্যে (একবচন ও বহুবচনে) for person



only


For example - I know the man who said this.

Preposition english examples.

Whom (Object):

Use: ব্যক্তি সম্পর্কে (একবচন ও বহুবচনে) for persons only


For example:


  • This is the man whom I loved.
  • This is the man to whom I gave the letter.
Uses Of In On At Preposition Of Place 

Whose (Possessive):

Use:ব্যক্তি ও বস্তু সম্পর্কে  for persons and things

For example:
  • This is the man whose book was lost.
  • The sun, whose rays give life to the earth, is worshipped as God.
Active and Passive Voice with Examples 

Which (Subject):

Use: জড়বস্তু ও প্রাণীর ক্ষেত্রে for things without life and things
For example:

Am, Is, Are এর ব্যবহার

  • I found the pen which I  lost yesterday.
  • The dogwhich barks seldom bites.

Am, Is, Are এর ব্যবহার

That:

Use:ব্যক্তি, প্রাণী ও বস্তুর ক্ষেত্রে for persons, animals and things.
For example:

  • He that loves man loves God.
  • The dog that barks seldom bites.
  • I found the pen that I lost yesterday.
Tense শেখার সহজ কৌশল

যে বাক্যে relative pronoun থাকে সেটা একটা complex sentence বা জটিল বাক্য। এরূপ বাক্যে একটি প্রধান উপবাক্য (clause) এবং এক বা একাধিক অপ্রধান উপবাক্য (clause) থাকে। অপ্রধান উপবাক্য প্রধান উপবাক্যের উপর নির্ভরশীল। who, whom whose, which, that দিয়ে যে clause গঠিত হয়, তা একটি adjective clause বা বিশেষণ স্থানীয় উপবাক্য। who, whom whose ইত্যাদি তাদের পূর্ববর্তী Noun বা pronoun-এর গুণ প্রকাশ করে। পূর্ববর্তী Noun বা Pronoun-কে antecedent বলে। উপরিউক্ত বাক্যে that loves man একটি adjective clause "that" relative pronoun- antecedents "He". Relative pronoun relative বলে যেহেতু antecedent-এর সঙ্গে তার সম্বন্ধ আছে।

Articles এর ব্যবহার

নীচের Sentence কয়টির গঠন লক্ষ করো।

  • 1. This is the house of which I spoke.
  • 2. This is the house which I spoke of.
  • 3. This is the house that I spoke of.
  • 4.This is the house I spoke of.
100 Verb List 

1. নং বাক্যে of which, 2 নং বাক্য which........of, 3.নং  বাক্যে কেবল............. of, 4.নং বাক্যে কেবল.........of, relative pronoun উহ্য হয়ে গেছে।
বাক্যে relative pronoun উহ্য রাখার প্রবণতা ইংরেজি কথ্য ভাষায় দেখা যায়।

  • This man (whom) I saw is my friend.
  • I love all (that) I see.
কখনো কখনো antecedent উহা থাকে।
Who failed in the examination is my friend =(He) Who failed in the examination is my friend.
What is done cannot be undone. (that which) is done cannot be undone
The Adverbs List

Position of the Relative Pronoun

বাকো relative pronoun ও relative clause-এর অবস্থান সম্পর্কে সতর্কতা অবলম্বন প্রয়োজন।

  • The rope snapped which was old.
  • The task is easy which you have to do.
  • Rahim is a diligent boy who is my cousin.
All Tenses - Definition And Examples

তিনটি বাক্যেই relative pronoun relative clause যথাস্থানে বসেনি। প্রথম বারো which-এর সঙ্গে সম্বন্ধ হচ্ছে rope-এর। দড়িটা ছিল পুরোনো।
সেটা ছিঁড়ে গেল (snapped)। Sentence টা হবে-

The rope which was old snapped.

দ্বিতীয় বাক্যে which-এর সঙ্গে সম্বন্ধ “task"-এর। সুতরাং Sentence টাকে এভাবে সাজাতে -

The task which you have to do is easy.
তৃতীয় sentence -টি-

Rahim who is my cousin is a diligent boy.

Agreement between the relative pronoun and the antece-dent.
Antecedent number 6 person relative pronoun- number person হবে। সবসময় relative pronoun এর পর যে verb বসে তাই দেখে number person বোঝা যায়।

Present Indefinite Tense examples

  • The girl who reads in class V is my sister.
  • The girls who read in class V are intelligent.
  • I who am your friend, request you.
  • You, who are my friends, are always welcome.
               কখনো কখনো, who, which প্রভৃতি relative clause ও antecedent এর মাঝখানে একট শব্দ বা phrase ব্যবধান সৃষ্টি করে।
I saw something in the paper which would interest you. In the pape Phrase which' clause- antecedent "something" বেশিরভাগ ক্ষেত্রে antecedent relative clause এর মধ্যে কোনো ব্যবধান থাকে না।

                  Exercise

Fill in the blanks with Relative Pronouns.

1. Here is the man ..................... won the first prize in the painting competition.

2. The cat killed the rat ................ ate the corn.
3. That is the boy .................... broke the windowpane.
4. This is Rita ............... I know since long.
5. We love those person .................. are helpful for us.
6. The house in .................... we live is a big one.
7. These are the students ............... want to see you.
8. Here is the lady ............... I met last Sunday.
9. This is Ramesh ................ won the race.
10. I have lost the book ................ you gave me last Sunday.
Answers: 1.who, 2.who, 3.who, 4.whom, 5.who, 6.that, 7.who, 8.whom, 9.who, 10.which

Post a Comment

0 Comments