In - এর ব্যবহার
(কোন স্থান, অবস্থান, সময়, পরিস্থিতির মধ্যে বুঝালে In বসে)
- স্থান বুঝাতে- অৰ্থাৎ
পৃথিবীর ছোট-বড় সকল স্থানের মধ্যে বুঝাতে In বসে । যেমন
⏵In the room ঘরের মধ্যে/ঘরে — (পকেটের মধ্যে/ পকেটে, পেটের মধ্যে/পেটে, গ্লাসের ভিতর/গ্লাসে)
⏵In the house বাড়ির মধ্যে/বাড়িতে — (এলাকার মধ্যে/এলাকায়, গ্রামের মধ্যে/গ্রামে, শহরের মধ্যে/শহরে)
⏵In the
school – স্কুলের মধ্যে/স্কুলে — (ক্লাসের মধ্যে/ক্লাসে, মাঠে, কলেজে, বাজারে, অফিসে, মসজিদে)
⏵In the bus –
বাসের মধ্যে/বাসে — (ট্রেনের মধ্যে/ট্রেনে, লঞ্চে, নৌকায়, বাগানে, নদীতে, পুকুরে, বিলে)
train / pond
/ river / garden / village / town / market/ country / World / sky / air
- I am in the room now – আমি এখন ঘরে আছি।
- There are many pasengers in the bus – বাসে অনেক যাত্রী আছে।
⏵In Tongi টঙ্গীতে মধ্যে/টঙ্গীতে — (গাজীপুরে ঢাকায়, সিলেটে, রংপুরে, বরিশালে, চিটাগংয়ে)
⏵In Gazipur, Dhaka, Sylhet, Rongpur, Barisal, Chitagong, Rajshahi
⏵In Bangladesh / India / London বাংলাদেশে — (অর্থাৎ সকল গ্রাম, থানা, জেলা, শহর, নগর, দেশের নাম।)
Note: তুলনামূলকভাবে ছোট স্থান বুঝাতে at বসে।
He lives at Tongi in Gazipur সে গাজীপুরের টঙ্গীতে থাকে।
2. অবস্থান, পরিস্থিতি অর্থাৎ কোন ব্যক্তির, বস্তুর, প্রাণীর ভাল-মন্দ অবস্থা বুঝাতে In বসে। যেমন
- I am in a good condition now আমি এখন ভাল অবস্থানের মধ্যে আছি।
- He is in trouble সে সমস্যার মধ্যে আছে। (In wrong position, right path, in love, in misery. in good mood, in positive)
- The boy is in a good mood ছেলেটি খোশ মেজাজের মধ্যে আছে।
- The boy is in love with a girl ছেলেটি মেয়েটির প্রেমে পড়েছে।
- He is in business with me সে আমার সাথে ব্যবসায় আছে/জড়িত।
- He is in reading now সে এখন পড়ার মধ্যে আছে।
সময় বুঝাতে
- A. In the morning সকালে/সকাল বেলায়
- In the evening- বিকালে/বিকাল বেলায়
- In a day একদিনে/একদিনের মধ্যে (week / month / year এক সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে; বছরের মধ্যে)
কিন্তু at noon – দুপুরে, দুপুর বেলায় at night রাতে, রাতের বেলায় (অর্থাৎ দুপুর, রাত, ঘন্টা, মিনিটের পূর্বে at বসে)
- In January জানুয়ারিতে/জানুয়ারি মাসে (ফেব্রুয়ারিতে, মার্চে, জুনে, জুলায়ে, ডিসেম্বরে)
- In winter - শীতকালে, শীতে (বর্ষায়, শরতে, হেমস্তে, বসন্তে/ বসন্তকালে)
- In 2010- ২০১০ সালে (১৯৫২ সালে, ১৯৭১ সালে, ১৯৯০, সালে, ২০০০ সালে)
কিন্তু On
Sunday রবিবারে (সোমবারে, মঙ্গলবারে, বুধবারে, শুক্রবারে, শনিবারে)
on the 15th of July জুনের ১৫ তারিখে on July 15, 2010) বার এবং তারিখের আগে on বসে।
- In the past– অতীতে ভবিষতে
- In future – ভবিষতে (কিন্তু at present)
- In boyhood – শৈশবে,
- In childhood – শিশুকালে (যৌবনে, যৌবনকালে, বার্ধক্যে, জীবনে, মরণে, স্বপনে)
সময়ের দৈর্ঘ্যতা/মেয়াদে /মধ্যে/ভিতরে বুঝাতে
He completed an English course in six months সে ছয় মাসের একটি ইংরেজি কোর্স সম্পন্ন করেছিল।
In a moment, In a short time, In a few days, In a month, In two months, In a year, In five years কিন্তু কোন সময়ের মধ্যে, ভিতরে, অভ্যন্তরে অর্থাৎ ১ম থেকে শেষ পর্যন্ত এর ভিতরে বুঝাতে within বসে। যেমনঃ must complete the work within two days আমি অবশ্যই দুই দিনের ভিতরে কাজটি শেষ করিব/করব।
কোন কিছুর অবস্থায় আছে এমন ভাবার্থে
The girl in red cloth is my sister- লাল পোশাক পরিহিত মেয়েটি আমার বোন।
I liked the girl in red cloth আমি লাল পোশাক পরিহিত মেয়েটিকে পছন্দ করেছিলাম।
Into - এর ব্যবহার
কোন জায়গায় যাওয়া, অবস্থারত বুঝাতে
He is going into the room সে রুমের ভিতরে যাচ্ছে।
(into the room, into the hall, into the house, into the market, into the school)
At এর ব্যবহার
কোন স্থানের, সময়ের, কোন একটি নির্দিষ্ট বা স্থির বিন্দু বা মুহূর্ত বুঝাতে
- At his house তার বাড়িতে (বাড়িতে, অফিসে, দোকানে, কারখানাতে)
- At the door দরজাতে/দরজায় (দরজায়, দরজাতে, জানালায়, গেইটে)
- At the post office পোষ্ট অফিসে
- At page 25 পঁচিশ পৃষ্ঠায় পৃষ্ঠায়, বিশ পৃষ্ঠায়, পঞ্চাশ পৃষ্ঠায়, একশ পৃষ্ঠায়
- At the bus stop বাস যেখানে থামে ঠিক সেই জায়গায়
- At (the age of) 15 পনের বছর বয়সে (দশ বছর বয়সে, বিশ বছর বয়সে, সত্তর বছর বয়সে)
- At first প্রথমে (অর্থাৎ প্রথম দিকে)
On - এর ব্যবহার
কোন ব্যক্তির /বস্তুর /প্রাণির উপর কোন কিছু স্থির অবস্থায় আছে বা অর্পণ করা আছে/হয়েছে বুঝাতে on বসে।
- There are many books on the table টেবিলের উপর অনেকগুলি বই আছে।
- The cow lives on grass গরু ঘাস খেয়ে বেঁচে থাকে।
- The mobile was on the table মোবাইলটি টেবিলের উপর ছিল।
- Everything depends on courage সব কিছুই সাহসের উপর নির্ভর করে।
- Ice floats on water বরফ পানির উপর ভাসে।
- The picture was on the wall ছবিটা দেয়ালের উপর ছিল।
তারিখ এবং বারের আগে on বসে।
- I shall do the work on Friday আমি শুক্রবার দিন কাজটি করব।(শনিবারে, রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে)
- I gave him a letter on July 20, 2010 আমি ২০১০ এর জুলাইয়ের ২০ তারিখে তাকে একটি চিঠি দিয়েছিলাম।
- He did not help me on that day- সে আমাকে ঐ দিন সাহায্য করেছিল না।
ভ্রমণরত থাকা অবস্থায় বুঝাতে on বসে।
- We are on a long train journey now আমরা এখন দীর্ঘ ট্রেন ভ্রমণে আছি।
- Sathi is on the way to college - সাথী কলেজে যাওয়ার পথে রয়েছে।
প্রান্তে, কিনারায়, গা ঘেঁষে বুঝাতে on বসে
Dhaka stands on the Buriganga ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
They live on the Tongi road - তারা টংগী রোডের পাশে থাকে।
Tongi is a small town on the Uttara- উত্তরার পাশে টংগী একটি ছোট শহর।
The market is situated on the river side বাজারটি নদীর পাশে অবস্থিত।
কোন কিছুর বিষয়ে/ব্যাপারে/সম্বন্ধে বুঝাতে on বসে
- The lecture will be on English - আলোচনাটি ইংরেজির উপর হবে।
- He discussed on population problem - সে জনসংখ্যা সমস্যার উপর আলোচনা করেছিল।
- I shall write a book on English - আমি ইংরেজির উপর একটি বই লিখব।
কোন কিছু করার বা হওয়ার ঠিক পর মুহূর্তে বুঝাতে on বসে।
- On my going there, I saw him going out - আমি সেখানে যাওয়ার ঠিক পর মুহূর্তে তাকে বাইরে যেতে দেখলাম।
- On hearing the news, I went there - খবরটি শোনার ঠিক পর মুহূর্তে আমি সেখানে গিয়েছিলাম।
কোন কিছু প্রক্রিয়ার মধ্যে আছে বুঝাতে on বসে।
- The car is on fire - গাড়িটা আগুনে পুড়ছে।
- Admission is going on- ভর্তি চলছে ।
- This car is on sale - এই গাড়িটা বিক্রির জন্য রাখা হয়েছে।
- The TV is on - টিভিটা চলতেছে।
- The manager is on holiday - পরিচালক এখন ছুটিতে আছে/রয়েছে।
- The problem is on solving now - সমস্যাটি এখন সমাধানের পথে।
- Admission is going on - ভর্তি চলছে।
- The TV is on - টিভিটা চলতেছে।