ইংরেজিতে আমারা প্রায় সকলেই দুর্বল না পারি ইংরেজি বানান পড়তে না পারি লিখতে, তো আপনি যদি তাদের মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে আজকের পোস্টা আপনার জন্য। এই ক্লাসে দেখানো হয়েছে আপনি কীভাবে খুব সহজে ইংরেজি বানান পড়বেন বা লিখবেন। এটা শেখানো হয়েছে একটা (CVC) নিয়মের মাধ্যমে। CVC এর ফুল ফর্ম হচ্ছে Consonant + Vowel + Consonant
CVC Word এর ক্ষেত্রে মাঝে 'অ্যা' সাউন্ড আসলে 'a' letter-টি ব্যবহার হবে।
- bad -ব্যাড্ (খারাপ)
- bag - ব্যাগ্ (থলে)
- bat - ব্যাট্ (খেলার ব্যাট)
- cab - ক্যাব্ (ট্যাক্সি)
- can - ক্যান্ (পারা)
- cap - ক্যাপ্ (টুপি)
- cat - ক্যাট্ (বিড়াল)
- dad - ড্যাড্ (বাবা)
- dam - ড্যাম্ (বাঁধ)
- fan - ফ্যান্ (পাখা)
- fat - ফ্যাট্ (মোটা)
- gap - গ্যাপ্ (ফাঁক,ফাটল)
- gas - গ্যাস্ (বাস্প)
- mad - ম্যাড্ (পাগল)
- map - ম্যাপ্ (মানচিত্র)
CVC Word এর ক্ষেত্রে শব্দের শেষে 'ar' থাকলে তার উচ্চারণ 'আর' হবে।
- car - কার্ (গাড়ি)
- bar - বার্ (বাধা)
- far - ফার্ (দূরে)
- jar - জার্ (বয়াম)
- mar - মার্ (আহত করা)
- tar - টার্ (আলকাতরা)
CVC Word এর ক্ষেত্রে মাঝে 'এ' সাউন্ড আসলে 'e' letter-টি ব্যবহার হবে।
- pen - পেন্ (কলম)
- hen - হেন্ (মুরগি)
- red - রেড্ (লাল)
- bed - বেড্ (বিছানা)
- leg - লেগ্ (পা)
- ten - টেন্ (দশ)
- beg - বেগ্ (প্রার্থনা করা)
CVC Word এর ক্ষেত্রে মাঝে 'ই' সাউন্ড আসলে 'i' letter-টি ব্যবহার হবে।
- big - বিগ্ (বড়ো)
- dig - ডিগ্ (খনন করা)
- nib - নিব্ (কলমের নিব)
- tin - টিন্ (টিন)
- sit - সিট্ (বসা)
- pin - পিন্ (পিন,আলপিন)
- him - হিম্ (তাকে)
CVC Word এর ক্ষেত্রে মাঝে 'অ' সাউন্ড আসলে 'o' letter-টি ব্যবহার হবে।
- dog - ডগ্ (কুকুর)
- don - ডন্ (মহাশয়)
- cot - কট্ (কুঁড়ে ঘর)
- fog - ফগ্ (কুয়াশা)
- god - গড্ (সৃষ্টিকর্তা)
CVC Word এর ক্ষেত্রে মাঝে 'আ' সাউন্ড আসলে 'u' letter-টি ব্যবহার হবে।
- but - বাট্ (কিন্তু)
- sun - সান্ (সূর্য)
- gum - গাম্ (আঠা)
- cup - কাপ্ (কাপ)
- fun - ফান্ (কৌতুক)
- cake - কেক্/কেইক্ (কেক)
- came - কেম্/কেইম্ (এসেছে)
- date - ডেট্/ডেইট্ (তারিখ)
- face - ফেস্/ফেইস্ (মুখ)
- game - গেম্/গেইম্ (খেলা)
- hate - হেট্/হেইট্ (ঘৃণা)
- gate - গেট্/গেইট্ (দরজা)
- Cede - সীড (সমর্পন করা)
- Dele - ডীলি (মুছে ফেলা)
- Gene - জীন্ (বংশানু)
- Feme - ফীম্ (পত্নী , স্ত্রীলোক)
- Mete - মীট্ (সীমানা,ভাগ করে দেওয়া)
- Dene - ডেন্ (বালিয়াড়ি)
- Fete - ফেট্ (উৎসব)
- Bike - বাইক্ (মোটর সাইকেল)
- File - ফাইল্ (ফাইল নথি)
- Fine -ফাইন্ (সুন্দর)
- Hide - হাইড্ (লুকান)
- Mike - মাইক্ (মাইক)
- Mile - মাইল্ (মাইল)
- Line - লাইন্ (দাগ দেওয়া)
- Like - লাইক্ (পছন্দ)
- Lime - লাইম্ (চুন, লেবু)
- Life - লাইফ জীবন
- Give - গীভ্ (দেওয়া)
- Bole - বোল্ (বীজকোষ)
- Bone - বোন্ (হাড়)
- Code - কোড্ (বিধিবদ্ধ আইন)
- Coke - কোক্ (কোক কয়লা)
- Cote- কোট্ (পশুর খোঁয়াড়)
- Dope - ডোপ্ (মাদক দ্রব্য)
- Hope- হোপ্ (আশা)
- Home- হোম্ (বাড়ি)
- Lone - লোন্ (জনহীন,নির্জন)
- Moke - মোক্ (গাধা)
- More - মোর্ (একধিক)
- Mote - মোট্ (ধূলিকণা)
- Love - লাভ্ (ভালোবাসা)
- Move- মুভ্ (সরানো)
- Come - কাম্ (আশা)
- Done- ডান্ (সমাপ্ত)
- Cute - কিউট্ (চতুর, বুদ্ধিমান, আকর্ষণীয়)
- tube - টিউব্ (নল, পাইপ)
- huse - হিউজ্ (বিশাল)
- Mute - মিউট্ (অনুচ্চারিত)
- Dupe - ডিউপ্ (প্রতারনা করা)
- Tune - টিউন্ (সুর)
- Rule-রুল্ (নিয়ম)
0 Comments