ইংরেজিতে শব্দ-নির্মান করুণWORD-BUILDING IN ENGLISH
1. ক্রিয়ার আগে ance অথবা ence প্রত্যয় লাগালে ভাববাচক বিশেষ্য হয়।
- Admit (v) [অ্যাডমিট] প্রবেশ করা
+ ance
=Admittance [n] (এ্যাডমিটেন্স) প্রবেশ।
- Utter [আটার ] কথা বলা
+ ance
= Utterance] [n] [আটারেন্স) উচ্চারণ।
- Grieve (v) [গ্রীভ] শোক করা
+ ance
= Grievance [n] [গ্রীভ্যাএন্স] কষ্ট।
- Guide [v] [গাইড] অপরকে রাস্তা দেখান
+ ance
= Guidance [n] [গাইডান্স] সঠিক রাস্তায় নিয়ে যাওয়া
- Inerterfere [v] (ইন্টারফিয়ার] নাক গলান।
= Interference [n] [ইন্টারফিয়ারেন্স] বাধা প্রদান
- Differ[v] [ডিফার] পার্থক্য।
=Difference [n][ডিফারেন্স] মতভেদ।
- Prefer [v] [প্রেফার] অগ্রাধিকার দেওয়া
=Preference [n] [প্রেফারেন্স] অগ্রাধিকার।
- Occur [v] (অকার) ঘটিত হওয়া
= Occurrence[n](অকারেন্স) ঘটনা
এইভাবে এই শব্দগুলোর আগে (ance অথবা ence লাগান – defend, refer, indulge, reside-এ (-ence] এবং endure, insure, observe-এ [-ance) প্রতায় লাগে।
2.অনেক সময় ভাববাচক বিশেষ্য বানানোর জন্য ment প্রত্যয় [suffix) লাগানো হয়।
যেমন improve থেকে improvement ইত্যাদি।
এখন নীচে দেওয়া ক্রিয়া শব্দগুলোর সঙ্গে -ment লাগিয়ে নূতন শব্দ বানান এবং তাদের অর্থ অভিধানে দেখুন।
- Achieve (এ্যাচিভ] পাওয়া
+ ment
= Achievement
- Amuse [এ্যামিউজ] আনন্দ করা
+ ment
Amusement
- Settle [সেটল] ফয়সালা করা
+ ment
= Settlement
- Measure [মেজার] মাপা
+ ment
= Measurement
- Excite [এক্সাইট] উত্তেজিত হওয়া
+ ment
= Excitement
- Advertise [এ্যাডভারটাইজ] বিজ্ঞাপন দেওয়া
+ ment
= Advertisement
- State (ষ্টেট) বলা
+ ment
= Statement
- Announce (এ্যানাউন্স) ঘোষণা করা
+ ment
= Announcement
N.B.: উত্তর দেওয়া শব্দগুলোতে ment লাগানো যায়। achieve + ment = achievement. অপবাদ (exception) - 1. নীচে দেওয়া শব্দের সঙ্গে ment লাগানোর পর ক্রিয়া শব্দের শেষে লুপ্ত হয়।
Argue (আও] তর্ক করা।
Argue +ment = Argument
3. শেষে Y থাকা শব্দের ক্রিয়ার আগে suffix [প্রতয়] লাগালে y টা i হয়ে যায়। নীচে দেওয়া দুই তালিকা থেকে তাদের সম্যক অভ্যাস করুন।
- Ally [v] [এ্যালাই] সাহায্য করা
= Alliance [n] [অ্যালায়েন্স) সহযোগিতা
- Carry [v] [ক্যারি] বহণ করা
=Carriage [n] [ক্যারিয়েজ] কার তোলা গাড়ী
- Marry [v] [ম্যারি] বিয়ে করা
= Marriage [n] [ম্যারেজ] বিয়ে, বিবাহ
- Envy[v] [এনভি] ঈর্ষা করা
= Envious [n] [এনভিয়াস] ঈর্ষাপরায়ণ
- Apply [v] [এপ্লাই] আবেদন করা
= Application [n] [এ্যাপ্লিকেশন) আবেদন পত্রযোগ্য হওয়া
- Qualify [v] [কোয়ালিফাই] উত্তীর্ন
+ cation
= Qualification [n] [কোয়ালি ফিকেশন) যোগ্যতা
- Try [v] [ট্রাই] চেষ্টা করা।
= Trial [n] [ট্রায়েল ] বিচার
- Deny [v] [ডিনাই] অস্বীকার করা
= Denial] [n] [ডিনায়েল] অস্বীকার
but কিন্তু
- betray [v] [বিটে] বিশ্বাস ভঙ্গ
+ al
= betrayal [n] [বিট্রেয়াল] ধোঁকা
4.অনেক সময় তার বাচক সংজ্ঞা al প্রত্যয় (suffix) লাগিয়ে বানালে হয় যেমन refuse + al
শব্দের শেষে থাকলে লুপ্ত হয়ে যায় [যেমন refusal refuse লোপ হয়।]
নীচে দেওয়া শব্দগুলোতে - প্রতায় লাগান এবং নতুন শব্দগুলো অভিধানে খুঁজে বার করুন।
Approve [ অনুমোদন করা], arrive [আসা, পৌঁছানো], dispose [ বেচা], propose (প্রস্তাব করা) etc.
5. কোন কোন সময় l প্রত্যয় (suffix) লাগিয়ে বানানো হয়।
যেমন centre + al = central [centre-এর শেষ অক্ষর লুপ্ত হয়। এখন নীচে দেওয়া শব্দগুলোর বিশেষণ প্রতায় লাগিয়ে শব্দ বানান এবং অভিধানে তাদের অর্থ বের ক Continue [জারী রাখা], fate [ভাগা], nature [ প্রকৃতি], universe [পৃথিবী], practice [অভ্যাস]
6. Y-এর শেষে থাকা বিশেষণ-শব্দের আগে প্রত্যয় (suffix) লাগানোর পর y-র জায়গায়'।' হয়।
Adjective: busy
Adverb: busily
Noun: business
Adjective: easy
Adverb: easily
Noun: easiness
Adjective: heavy
Adverb: heavily
Noun: heaviness
Adjective: happy
Adverb: happily
Noun: happiness
Adjective: lucky
Adverb: luckily
Noun: luckiness
Adjective: ready
Adverb: readily
Noun: readiness
Adjective: steady
Adverb: steadily
Noun: steadiness
0 Comments