ইংরেজি বানান উচ্চারণের নিয়ম
আজকের ক্লাসে আমরা শিখবো Digraph যে ইংরেজি রিডিং উচ্চারণের অনেক বড়ো ভূমিকা পালন করে।
Digraph কী?
যে বর্ণদ্বয় মিলিতভাবে একটি ধ্বনি সৃষ্টি করে তাকে Digraph বলে যেমন- Ch = চ
Ch বর্ণটি থেকে মোট তিন ধরনের সাউন্ড উৎপন্ন হয় যেমন- চ,ক,শ উদাহরণ- Match ম্যাচ্, Chemical কেমিকল্, Machine মেশিন ইত্যাদি নিম্নে তাদের বিস্তারিত আলোচনা করা হলো।
1. শব্দের শেষে যদি N, R, L আসে এবং তারপর যদি 'Ch' যুক্ত হয় তাহলে তার উচ্চারণ 'চ' এর মতো হবে। যেমন- |
N+CH | R+CH | L+CH |
Bench বেনচ্ (বেঞ্চি) | Arch আ:চ্ (খিলান) | Belch বেল্চ্ (ঢেকুর তোলা) |
Branch ব্রান্চ্ (শাখা) | Church চ্যচ্ (গির্জা) | Filch ফিলচ্ (ছিটকে চুরি করা) |
Drench ড্রেন্চ্ (প্রবল বৃষ্টি) | Lurch ল্যচ্ (একদিকে ঝোঁকে পড়া) | Gulch গালচ্ (গভীর) |
Flinch ফ্লিন্চ্ (পিছিয়ে আসা) | March মা:চ্ (মার্চ মাস) | Mulch মাল্চ্ (খড়, পাতা ইত্যাদি) |
Hunch হান্চ্ (অনুমান) | Parch পা:চ্ (সামান্য দগ্ধ করা) | Squelch স্কুএলচ্ (ভিজে কাদায় ছপ ছপ করে চলা) |
Launch লন্চ্ (শুরু করা) | Scorch স্কচ্ (আগুনে ঝলসে দেওয়া) | |
Lunch লান্চ (দুপুরের প্রধান খাবার) | Torch ট:চ্ (টর্চলাইট) | |
Munch মান্চ (আওয়াজ করে চিবিয়ে খাওয়া) | Search স্যচ্ (অনুসন্ধান করা) |
2. শব্দের শেষে যদি 'T' এরপর 'Ch' যুক্ত হয় তাহলে তার উচ্চারণ 'চ' এর মতো হবে। যেমন- |
Batch ব্যাচ্ (দল)
Botch বচ্ (কোনো কিছুর দফা রফা করা)
Clutch ক্লাচ্ (দৃঢ়ভাবে চেপে ধরা)
Ditch ডিচ্ (ছেড়ে চলে যাওয়া)
Itch ইচ্ (চুলকানি)
Match ম্যাচ্ (প্রতিযোগিতা)
Watch উঅচ্ (হাতঘড়ি)
3. Long Vowel Sound এরপর যদি Ch থাকে তাহলে তার উচ্চারণ 'চ' এর মতো হয়। যেমন- |
Avouch অ্যাভাউচ্ (স্বীকার করা)
Beech বিচ্ (এক ধরনের বন্য গাছ)
Breach ব্রীচ্ (লঙ্ঘন)
Breech ব্রীচ্ (কামানের পশ্চাৎমখ)
Couch কৌচ্ (আকরামকেদারা)
Debauch ডিবচ্ (ব্যভিচার)
Each ঈচ্ (প্রত্যেকটি)
Grouch গ্রাউচ্ (অসন্তোষ প্রকাশ)
Impeach ইমপীচ্ (অভিযুক্ত করা)
Leech লীচ্ (জোঁক)
Mooch মুচ্ (আস্তে আস্তে হাটা)
Ouch আউচ্ (হঠাৎ ব্যথা পেলে মুখ থেকে যে শব্দ বেরিয়ে আসে)
4. Short Vowel এরপর যদি Ch যুক্ত থাকে তাহলেও 'চ' এর মতো উচ্চারণ হয়। যেমন- |
Attach অ্যাট্যাচ্ (আটকানো)
Detach ডিট্যাচ্ (বিচ্ছিন্ন করা)
Enrich ইনরিচ্ (উন্নত করা)
Rich রিচ্ (ধনী)
Sandwich স্যান্ডউইচ্ (পুর ভরা পাউরুটির দুটো টুকরো)
Such সা:চ্ (অনুরূপ)
Which উইচ্ (কে)
5. সাধারণত কিছু শব্দে 'Ch' এর উচ্চারণ 'চ' এর মতো হয়। যেমন- |
Chain চেইন (শিকল)
Chair চেঅ্যা(র্) (কুর্সি)
Challenge চ্যালিন্জ (প্রচেষ্টা)
Charge চাজ্ (মূল্য)
Cheek চীক্ (গাল)
Chicken চিকিন (মুরগি অথবা মোরগ)
এবার আমরা দেখবো 'Ch' এর উচ্চারণ কোথায় কোথায় 'ক' এর মত করে থাকি।
6. কিছু শব্দের শুরুতে ও মাঝে 'Ch' এর উচ্চারণ 'ক' এর মতো হয়ে থাকে। |
Example:
শব্দের শুরুতে 'Ch' এর উচ্চারণ 'ক' | শব্দের মাঝে 'Ch' এর উচ্চারণ 'ক' |
Chemistry কেমিস্ট্রি (রসায়ন) | psychology সাইকল্যাজি (মনবিদ্যা) |
Chord কড্ (জ্যা) | Technology টেকনল্যাজি (প্রযুক্তি) |
Christmas ক্রিসম্যাস্ (বড় দিন) | |
Christian ক্রিসচ্যান্ (খ্রিস্টাট) |
7. দুটি স্বরের মাঝে যখন 'Ch' আসে তখন তার উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রে 'শ' এর মতো হয়। যেমন- |
Brochure ব্রাউশ্যা(র্) (ছোট পত্রিকা)
Machine ম্যাশীন্ (যন্ত্র)
Mustache মুসটাশ্ (গোঁফ)
Parachute প্যারাশুট (প্যারাশুট)
0 Comments