English spelling rules in Bengali ইংরেজি বানানের সহজ নিয়ম

English spelling rules in Bengali ইংরেজি বানানের সহজ নিয়ম


 ইংরেজির একই বর্ণের বিভিন্ন উচ্চারণ

বাংলাতে 'স' দিয়ে যে কোন শব্দই রচনা করা হোক না কেন, তার উচ্চারণের কোন প্রভেদ হয় না। কিন্তু ইংরেজিতে সব সময় তা হয় না। CENT এর উচ্চারণ সেন্ট, কিন্তু CANT এর উচ্চারণ কান্ট। এই রকম আরও অনেক শব্দ নীচে দেওয়া হল।

'C' এর উচ্চারণ –

C এর পর E,I,Y থাকলে উচ্চারণ 'স' এর মত হবে। উদাহরণ:

Receive [রিসীভ্] – নেওয়া

Cyclone [সাইক্লোন] - ঘূর্ণিঝড় 

Icy [আইসী] - বরফের মত

Certificate [স্যা'টিফিক্যাট্] - প্রসংসা পত্র

Source [সোর্স বা স:স্] – উৎস

Rice (রাইস্] – চাল

Niece [নীস্] – ডাইঝি, ভাগ্নী

Celebrate [সেলিব্রেইট্] - উৎসব পালন করা

Cinema [সিনেমা] – ছায়াচিত্র

Piece [পীস্] – টুকরো

Century [সেনচুরী] – শতাব্দী, শত 

Circle [সার্কল বা স্যকল্] – বৃত্ত

Citizenship [সিটিজেনশিপ্) – নাগরিকতা

C এর পর A, O, U, K, T ইত্যাদি বর্ণ থাকলে উচ্চারণ ক এর মত হয়।

Cot [কট্] - পালঙ্ক, চারপাই

Cat [ক্যাট্] – বিড়াল

Cap [ক্যাপ্) - টুপি

Candidate [ক্যান্ডিড্যাট্] – পরীক্ষার্থী,পদপ্রার্থী

Back [ব্যাক্] – পিঠ, পেছনে

Lock [লক্] – তালা

Cow [কাউ] - গরু

Cattle [ক্যাটল্‌] – গরু ইত্যাদি জীবজন্তু

Dock [ডক্] – বন্দরে যেখানে জাহাজ এসে থামে

Cock [কক্] - মোরগ

Cutting [কাটিং] – কাটা

Curse [কার্স বা ক্যস্] - শাপ দেওয়া, অমঙ্গল

Custom [কাস্টম্] – রীতি

Cruel [ক্রূঅ্যাল্] নিষ্ঠুর

কখন কখন C এর পর IAবা EA থাকে। সেক্ষেত্রে C এর উচ্চারণ শ এর মত হবে। Ocean [ওশান] মহাসাগর Musician

Social [সোশাল] - সামাজিক

Ocean [অ্যাউশন্] - মহাসাগর

Musician [মিউজিশিয়ান্] - সঙ্গীতজ্ঞ

'G' এর উদাহরণ –

G দুরকম ভাবে উচ্চারিত হয় 'গ'-এর মত ও 'জ'-এর মত।

শব্দের শেষে GE থাকলে G-এর উচ্চারণ 'জ'-এর মত হবে। যেমন –

Age [এজ্] – বয়স

Change [চেইন্জ্] - পরিবর্তন

College [কলিজ্] - মহাবিদ্যালয়

Page [পেইজ্] – পাতা

Rage [রেইজ্] - ক্রোদ্ধ

Word এর শুরুতে ge এবং এর পরে L, m, n, r, s থাকলে g-এর উচ্চারণ 'জ' এর মত হয়। যেমন:

Gel [জেল্] - জেলির মত

Gender [জেন্ড্যা(র্)] - লিঙ্গ

Genius [জীনিঅ্যাস্] - প্রতিভা

General [জেনব়্যাল্] - সাধারণ

Gerund [জেব়্যান্ড] - বিশেষ্যপদ

G-গ

উপরের নিয়ম ছাড়া অন্য প্রায় সকল ক্ষেত্রেই g এর উচ্চারণ গ এর মত হয়।

যেমন :

Give  [গিভ্] দেওয়া

Gap [গ্যাপ] ফাঁক্

Beg- [বেগ্] ভিক্ষা করা

Gift [গিট্] উপহার

Girl [গ্য(র্)ল্] মেয়ে

Grill - [গ্রিল] রান্নার সরঞ্জামের অংশ যেটিতে উপর থেকে তাপ ছড়িয়ে খাবার রান্না করা হয়, গ্রিল

Guide [গাইড্] পথপ্রদর্শক

G – এর উচ্চারণ হয় না এমন Word :

Word এর মধ্যে gh এবং এর পরে t, n, m থাকলে gh-এর উচ্চারণ হয় না।

Right [রাইট্] সঠিক

Brigh [ব্রাইট্] উজ্জ্বল

Tigh [টাইট্] আঁট

Frigh [ফ্রাইট] ভয়

Thought  [থোট্] চিন্তা

Bough [বো-ট্] কেনা

Caught [কট্] ধরা

Taught  [ট-ট্] শেখানো

Word এর শেষে gh থাকলে এর উচ্চারণ কিছু কিছু ক্ষেত্রে 'ফ' হয় তবে প্রায় ক্ষেত্রেই এর উচ্চারণ হয় না। যেমন:

Tough [টাফ্] কঠিন

Rough [রাফ্] রুক্ষ

laugh [লাফ্] হাসি

বেতিক্রম

Through  [থ্রু] মাধ্যম

Plough [প্লাউ] লাঙ্গল

though [দৌ] যদিও

Cough [কফ্] কাশি

High  [হাই] উঁচু

Simple Tense

Post a Comment

0 Comments