গুরুত্বপূর্ণ 50 টি confused word
অনেক শব্দ আছে, যেগুলো রূপে ও উচ্চারণে একরকম হলেও বাস্তবে কিন্তু অর্থ সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ একরকম চেহারা হলেও অর্থ ও বানান আলাদা। এই সবগুলি প্রয়োগের ক্ষেত্রে Confusion বা বিভ্রান্তির সৃষ্টি হয়, অতএব এই সব শব্দ প্রয়োগে সাবধানতা আবশ্যক। সঠিক প্রয়োগ না করলে সম্পূর্ণ ভিন্ন অর্থ হবে। এখানে 100 টি শব্দ দেওয়া হল, যেগুলি ভিন্নার্থ, যেমন–
Auxiliary verb
1. accept (এ্যাকসেপ্ট)–স্বীকার করা, গ্রহণ করা।
He did not accept my invitation.
সে আমার নিমন্ত্রণ স্বীকার করে নাই।
except (একসেপ্ট)–ছাড়া, ব্যতীত।
Except Ram everybody was present.
রাম ছাড়া আর সকলেই উপস্হিত ছিল।
2. advice(অ্যাডভাইস)(noun)–পরামর্শ, রায়।
He gave me a good piece of advice.
সে আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছিল।
advise (এ্যাডভাইজ)(verb)–পরামর্শ দেওয়া।
My father advised me to do so.
বাবা আমাকে এই রকম করতে পরামর্শ দিয়ে ছিলেন।
3. affect (এ্যাফেক্ট)–প্রভাব বিস্তার করা।
Hard work affected his health.
কঠোর পরিশ্রম তাঁর স্বাস্থ্যকে প্রভাবিত করেছে।
effect (এফেক্ট)–পরিণাম, ফল।
Take the medicine and see the effect.
ওষুধ খাও আর ফল দেখো।
4. allude (এ্যালুড)–সংকেত করা।
Why do you allude to that incident?
আপনি সেই ঘটনার প্রতি কেন সংকেত করেছিলেন।
elude (এল্যুড)–এড়িয়ে যাওয়া।
The thief eluded the police.
চোরটি পুলিশকে এড়িয়ে বেঁচে গেল।
5. allusion (এ্যাল্যুশন)–উল্লেখ করা, ব্যাখ্যা, নজির।
The poem is full of allusions.
কবিতাটি ব্যাখ্যায় পরিপূর্ণ।
illusion (ইলিউশন)–ভ্রম, স্বপ্ন।
Life is an illusion.
জীবন এক ভ্রম।
6. already (অলরেডী)–আগে থেকেই।
I have already seen it.
আমি আগেই এটা দেখে নিয়েছি।
all ready (অল রেডী)–সবাই।
The visitors were all ready.
সম্পূর্ণ দর্শক যাবার জন্য প্রস্তুত।
7. altogether (অলটুগেদার)–পুরোপুরি।
I am altogether with you.
আমি সম্পূর্ণ তোমার সাথে আছি।
all together (অল টুগেদার) –সবাই একসাথে।
They all together shouted.
ওরা সবাই একসাথে চেঁচিয়েছিল।
8. analyst (এ্যানালিস্ট) –বিশ্লেষক।
He is an analyst in a factory of chemicals.
সে কেমিক্যাল কারখানার একজন বিশ্লেষক।
annalist (এ্যন্নালিস্ট)–ঐতিহাসিক।
This book has been written by famous annalist.
এই বইটি একজন প্রসিদ্ধ ঐতিহাসিকের লেখা।
9. anecdote (এ্যানেডোট) –উপাখ্যান।
My teacher related an interesting anecdote.
আমার শিক্ষক একটা চিত্তাকর্ষক ছোট গল্প শুনিয়েছিলেন।
antidote (এ্যান্টিডোট)–প্রতিষেধক।
Quinine is an antidote for malaria.
ক্যুইনাইন ম্যালেরিয়ার প্রতিষেধক।
10. angel (এ্যাঞ্জেল) –দেবদূত।
Mahatma Gandhi was an angel of truth.
মহাত্মা গান্ধী সত্যের দেবদূত ছিলেন।
angle (এ্যাঙ্গল)–কোন।
View it from this angle.
এটিকে এই কোন থেকে দেখো।
Am, Is, Are এর ব্যবহার
11. arrange (এ্যারেঞ্জ)–সাজানো, প্রস্তুত করা।
Arrange your things well.
নিজের জিনিসপত্র ভালো করে সাজিয়ে নাও।
arraign (এ্যারেইন) –অভিযুক্ত করা।
There is an arraignment against you.
তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে।
12. anxious (এ্যাংশাস) –নিশ্চিন্ত।
She is anxious about her daughter's marrige.
উনি উনার মেয়ের বিয়ের জন্য নিশ্চিন্ত।
eager (ইগার)–উৎসুক, উৎকণ্ঠিত।
We are eagar to go to Shimla.
আমরা সিমলা যেতে উৎসুক।
13. answer (এ্যান্সার)– প্রশ্নের উত্তর দেওয়া।
Answer any three of the following.
নিম্নলিখিত তিনটি প্রশ্নের উত্তর দাও।
reply (রিপ্লাই) –উত্তর দেওয়া।
I am waiting for your reply.
আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি।
14. audience (অডিয়েন্স) –শ্রোতা ।
I was sitting in the audience.
আমি শ্রোতাদের মধ্যে বসেছিলাম।
spectators (স্পেকটেটর্স) –দর্শক।
The magician delighted the spectators.
জাদুকর দর্শকদের মনোরঞ্জন করেছিল।
15. averse (এভার্স)–অনিচ্ছুক।
I am averse to your proposal.
আমি তোমার প্রস্তাবে অনিচ্ছুক।
adverse (এ্যাডভার্স )–প্রতিকূল, বিপরীত, বিরুদ্ধ।
The boss made an adverse remark against him.
অধিকারী তার বিরুদ্ধে মত প্রকাশ করেছে।
16. audit (অডিট)–হিসাব পরীক্ষা করা
We have to audit all the accounts.
আমাদের সব হিসাবের খাতা পরীক্ষা করতে হবে।
edit (এডিট) –সম্পাদনা।
Who has edited this book?
এই বইটির সম্পাদনা কে করেছেন?
17. avail (এ্যাভেল)–কাজে লাগানো।
Why don't you avail yourself of the opportunity?
তুমি সুযোগের সদ্ব্যবহার করছ না কেন?
anvil (এ্যানভিল)–নেহাই।
He was hammering a piece of iron on the anvil.
সে একটুকরো লোহাকে নেহাই হাতুড়ি দিয়ে পেটাচ্ছিলো।
18. aware (এ্যাওয়ার) –জানা ।
I am aware of his dishonesty.
আমি তার অসাধুতা জানি।
beware (বীওয়্যার) –সাবধান হওয়া।
Beware of the dogs.
কুকুর হইতে সাবধান।
19. bag (ব্যাগ) –থলে।
Put that empty bag there.
খালি থলেটা ওখানে রাখো।
beg (বেগ)–ভিক্ষা করা।
I cannot beg any thing.
আমি কোনোকিছু ভিক্ষা করতে পারি না।
Active and Passive Voice with Examples
20. bed (বেড) –বিছানা।
Spread my bed immediately.
আমার বিছানা শীঘ্র প্রস্তুত কর।
bad (ব্যাড) –খারাপ।
He is a bad doy.
সে একটা খারাপ ছেলে।
21. back (ব্যাক) –পেছন, ফেরত দেওয়া, ফেরা।
He is has come back from France.
সে ফ্রান্স থেকে ফিরে এসেছে।
buck (বাক) –পুরুষ হরিণ।
I saw a black buck in the forest.
জঙ্গলে একটা কৃষ্ণমৃগ দেখেছি।
22.careless (কেয়ারলেস)–অসাবধান।
How careless you are!
তুমি কি অসাবধানী!
callous (ক্যালাস) –কঠোর, নির্দয়।
His callous behaviour surprised me.
তার কঠোর ব্যবহার আমাকে আশ্চর্য করেছে।
23. casual (ক্যাজুয়াল) –তুচ্ছ
Don't take it casually.
এটা তুচ্ছ বলে মনে করো না।
causal (কাজাল) –কার্যকারণ।
I understand its causal relation.
আমি ওর কার্যকারণ জানি।
Uses Of In On At Preposition Of Place
24. censure (সেনসার) –নিন্দা করা।
His action deserves censure.
তার কাজ নিন্দনীয়।
censor (সেন্সর) –নিয়ন্ত্রণ করা
He is a member of the Film Censor Board.
সে ফিল্ম নিয়ন্ত্রণ মন্ডলের একজন সদস্য।
25.childish (চাইল্ডিশ ) –ছেলে মানুষী
I don't like your childish habits.
তোমার ছেলেমানুষি কার্যকলাপ আমি পছন্দ করি না।
childlike (চাইল্ডলাইক) –শিশুসুলভ
His childlike simplicity impressed everyone.
তাঁর শিশুসুলভ সরলতা সবাইকে মুগ্ধ করেছে।
26. climate (ক্লাইমেট)–জলবায়ু
The climate of Delhi doesn't suits me.
দিল্লির জলবায়ু আমার সহ্য হয় না।
weather (ওয়েদার ) –আবহাওয়া
The weather is uncertain.
আবহাওয়া অনিশ্চিত।
27. collision (কলিশন) –সংঘাত, দুর্ঘটনা।
Two persons died in a bus and scooter
collision.
বাস এবং স্কুটারের সংঘাতে দুজন মারা গিয়েছে।
collusion (কল্যুশন) –দুরভিসন্ধি।
Their collusion is no more a secret now.
তাদের দুরভিসন্ধি কারো অজানা নয়।
28. compliment (কমপ্লিমেন্ট) –প্রশংসা, অভিনন্দন।
Give our compliments to your parents.
তোমার মা বাবাকে আমার অভিবাদন দিও।
complement (কম্পলিমেন্ট) –পরিপূরক।
It's a complementary angle.
এটা একটা পরিপূরক কোন।
Preposition english examples.
29. commence (কমেন্স) –কোনো কাজ শুরু হওয়া।
The annual examination commences from tomorrow.
বার্ষিক পরীক্ষা কাল থেকে আরম্ভ।
start (স্টার্ট) আরম্ভ।
The engine started with a kick.
এক আঘাতে ইঞ্জিন চালু হয়ে গেল।
30. continual (কন্টিন্যুয়ল) –অবিরত, কিন্তু থেমে থেমে।
It has been raining continually for one month. এক মাস ধরে অবিরত বৃষ্টি হচ্ছে।
continuous (কন্টিন্যুয়াস) –অবিচ্ছিন্ন, ধারাবাহিক।
It has been raining continuously since morning. সকাল থেকে অবিচ্ছিন্ন বৃষ্টি হচ্ছে।।
31. corporation (কর্পোরেশন)–পৌরসভা, নিগম।
He is working in Kolkata Corporation.
সে কলকাতা পৌরসভায় কাজ করে।
co-operation (কো-অপারেশন)–সহযোগিতা।
I want your co-operation.
আমি তোমার সহযোগীতা চাই।
32. council (কাউন্সিল) –পরিষদ।
He is a member of the executive council.
সে কার্য নির্বাহক পরিষদের একজন সদস্য।
counsel (কাউন্সেল) –পরামর্শ দেওয়া।
I shall consult my counsellor.
আমি আমার উকিলের সঙ্গে পরামর্শ করব।
33. credible (ক্রেডিবল) –বিশ্বাসযোগ্য।
You are losing your credibility.
তুমি তোমার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছ।
creditable (ক্রেডিটেবল) –প্রশংসনীয়।
He did a creditable work.
সে একটি প্রশংসনীয় কাজ করেছে।
34. couple (কাপল) –দম্পতি।
A couple came to consult me.
একজন দম্পতি আমার কাছে পরামর্শ নিতে আসছেন।
pair (পেয়ার) –জোড়া।
I bought a new pair of shoes.
আমি একজোড়া নতুন জুতো কিনেছি।
Present Continuous Tense Examples
35. cheque (চেক) –ব্যাংকের চেক।
Encash the cheque at the earliest.
তাড়াতাড়ি চেকটি ভাঙ্গিয়ে নিও।
check (চেক) –পরীক্ষা করা।
Please check the luggage before you leave. যাবার আগে মাল-পত্র সব পরীক্ষা করে নেবেন।
36. cost (কস্ট) –মূল্য, দাম।
How much does it cost?
এর দাম কত।
coast (কোস্ট) –কিনারা, উপকূল।
Then we could see the sea coast.
তারপর আমরা সমুদ্র উপকূল দেখতে গেলাম।
37. cot (কট)–খাট।
I want two cots.
আমি দুখানা খাট চাই।
coat (কোট) –জামা।
Woollen coat is warm in winter.
গরম কোট শীতকালে ব্যবহৃত হয়।
38. cow (কাউ) গরু।
The cow is useful animal.
গরু একটু উপযোগি প্রাণী।
caw (কঁ) –কাকের ডাক।
The crow is cawing.
কাক ডাকছে।
39. damage (ড্যামেজ) –ক্ষতি।
The vehicle sustained a serious damage.
গাড়িটির খুব ক্ষতি হয়েছে।
demurrage (ডেমারেজ) –বিলম্ব শুল্ক।
I will have to pay the demurrage.
আমাকে বিলম্ব শুল্ক দিতে হবে।
40. deprecate (ডেপ্রিকেট) –নিন্দা করা।
I regret his deprecatory remark.
তার নিন্দাজনক কথায় আমি দুঃখিত।
depreciate (ডেপ্রিসিয়েট) –মূল্য কমে যাওয়া, ক্ষয়ে যাওয়া।
Nobody can give a guarantee against depreciation.
মূল্য হ্রাস না হবার প্রতিশ্রুতি কেউই নিতে পারে না।
41.desert (ডেজার্ট) –মরুভূমি।
The camel is the ship of the desert.
উট মরুভূমির জাহাজ।
dessert (ডেসার্ট) –মিষ্টি খাদ্য।
Ice cream was served as dessert.
আইসক্রিম ডিসর্ট হিসাবে খাবারেই সাথে পরিবেশিত হয়েছিল।
42. diseased (ডিজীজড)–রোগ, অসুস্থ।
His mind is diseased.
তার মস্তিষ্ক বিকৃত।
deceased (ডিসীসড) –মৃত।
May God give peace to the deceased.
ভগবান মৃত্যের আত্মাকে শান্তি দিন।
43. dispense (ডিস্পেন্স) –ওষুধ দেওয়া, বিলি করা।
They dispense carefully.
তারা সতর্কতার সাথে ওষুধ দেয়।
dispense with (ডিসপেন্স উইথ )–ছাড়িয়ে দেওয়া।
I have dispensed with the services of my
dishonest servant.
আমি আমার অসাধু চাকরকে ছাড়িয়ে দিয়েছি।
44. difference (ডিফারেন্স) –পার্থক্য।
Find out the difference between the two.
দুটির মধ্যে পার্থক্য বার কর।
deference (ডেফারেন্স) –সম্মান।
I stood up out of deference for him.
আমি তাঁর সম্মানে উঠে দাঁড়িয়েছিলাম।
45. duel (ডুয়েল) –দ্বন্দ্বযুদ্ধ।
Who won the duel?
দ্বন্দযুদ্ধে কে জিতেছিল?
dual (ডুয়েল) –দুরকম।
I don't like your dual policy.
আমি তোমার দু রকমের নীতি পছন্দ করি না।
duet (ডুয়েট) –দ্বৈত সংগীত।
Both the sisters sang a beautiful duet.
দুই বোনে চমৎকার দৈবত সঙ্গীত গেয়েছিল।
46. deny (ডিনাই) –আরোপ অস্বীকার করা।
He denied the charge of theft.
সে চুরির অভিযোগ অস্বীকার করেছিল।
refuse (রিফাজ ) –অমান্য করা, স্বীকার না করা।
He refuses me to help.
সে আমাকে সাহায্য করতে অস্বীকার করেছিল।
47. discover (ডিসকভার) –আবিষ্কার করা,গবেষণা করা, খুঁজে বার করা।
Columbus discovered America.
কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন।
explore (এক্সপ্লোর) –গবেষণা করা।
We are exploring possibilities.
আমরা সম্ভাবনাগুলির খোঁজ করছি।
48. defy (ডিফাই) –অবজ্ঞা করা, অমান্য করা।
Who can defy his orders ?
কে তাঁর আদেশ অগ্রাহ্য করতে পারে?
deify (ডিফাই) –পূজা করা।
They deify their ancestors.
তাঁরা তাঁদের পূর্বপুরুষদের পূজা করেন।
49. eligible (এলিজিবেল) –যোগ্য।
You are eligible for this post.
তুমি এই পদের যোগ্য।
illegible (ইললেজিবিল) –অস্পষ্ট।
Your signature is illegible.
তোমার সই অস্পষ্ট।
50. elicit (এলিসিট) –প্রকাশ পাওয়া।
The police could not elicit any secret from him.
পুলিশ তার কাছ থেকে কোনো গুপ্ত কথা বার করতে পারেনি।
illicit ( ইললিসিট) –অবৈধ।
I don't approve of illicit love relations.
অবৈধ প্রেম আমি সমর্থন করি না।