- এটি ছোট। (It's small.)
- এটি বড়। (It's big.)
- এটি খারাপ। (It's bad.)
- তুমি এটি দেখেছো? (Have you seen it?)
- এটি কোথায়? (Where is it?)
- আমি এটি জানি। (I know it.)
- আমি জানি না। (I don't know.)
- আমি এখানে আছি। (I am here.)
- আমি এটি দেখতে চাই। (I want to see it.)
- এটি অত্যন্ত সুন্দর। (It's very beautiful.)
- তুমি কি খেতে চাও? (Do you want to eat?)
- আমি ফল খাই। (I eat fruits.)
- আমি ব্যস্ত। (I am busy)
- আমরা শিখছি। (We are learning.)
- তারা ফুটবল খেলে। (They play football.)
- আমি স্কুলে যাই। (I go to school)
- উনি বই পড়েন। (He reads books)
- তুমি গল্প লিখো। ( You write stories)
- উনি বই পড়েন। (He reads books.)
- আমি ওখানে যেতে চাই। (I want to go there)
- আমি অপেক্ষা করছি। (I am waiting)
- দয়া করে, বসো। (Please sit down)
- খাবার আনো। (Bring the food)
- তুমি এখন যাও। (You go now.)
- গোলমাল করো না। (Don't make noise.)
- এ সত্যি নয়। (This is not true)
- তাকে যেতে হবে। (he has to go)
- আমি খুব আনন্দিত (I am very glad)
- কেন নয়? (Why not?)
- ভাই শুনো। (Listen brother.)
- তাকে ডেকে দাও। (Call him)
- আমি আসছি। (I am coming)
- সে আসছে। (He is coming)
- এটা দারুন। (It's great)
- খেতে হবে। (Have to eat)
- তোমার যাওয়া উচিত। (You Should go)
- ওপরে যাও। (Go up)
- চুপ থাকো। (Keep quiet.)