ইংরেজি গ্রামার শেখার সহজ উপায়
আপনি কি সহজ উপায়ে ইংরেজি শিখতে চান? তাহলে আজকে পোস্টটি আপনার জন্য। দ্রুত ইংরেজি শিখতে নীচের দেওয়া নিয়মগুলো ভালো ভাবে আয়ত্ত করুন।
১. 'আছে' এই শব্দটির জন্য পাঁচটি ইংরেজি ব্যবহার করা হয় যেমন - have, has, is, there is/are
Have এই verb টি I, You, We, They এই Subject গুলোর সাথেই বসতে পারে।
আর একটা কথা ভালো ভাবে মাথায় রাখবেন আমরা জানি I এর অর্থ 'আমি' কিন্তু যখন I এরপর have বসে তখন I এর অর্থ 'আমার' হয়ে যায়, ঠিক তেমনি করে You এর অর্থ তুমি, তোমারা আপনি, আপনারা, কিন্তু যখন You এরপরে have বসে তখন তার অর্থ তোমার, তোমাদের, আপনার, আপনাদের হয়। আবার দেখা We এর অর্থ 'আমরা' কিন্তু We এরপর have বসলে তার অর্থ হয় 'আমাদের'। They এর অর্থ 'তারা' কিন্তু They এরপর have থাকলে তার অর্থ হয় 'তাদের'। নীচের উদাহরণ গুলো ভালো করে লক্ষ্য করুন।
- I have - আমার আছে।
- You have - তোমার/তোমাদের/আপনার/আপনাদের আছে।
- We have - আমাদের আছে।
- They have - তাদের আছে।
- আমার একটি বই আছে।
- I have a book.
- আমাদের বই আছে।
- We have books.
- তোমার একটি বই আছে।
- You have a book.
- তোমাদের বই আছে।
- You have books.
- তাদের বই আছে।
- They have books.
• Has এই Verb টি He, She, Name, It এই Subject গুলোর সাথেই বসতে পারে।
এদেরও নিয়মগুলো ঠিক আগের মতই, সাধারণ আমরা জানি He/She এর অর্থ হয় 'সে' কিন্তু He/She এরপর has বসলে তখন তার অর্থ হয়ে যাবে 'তার'। এবার যে কোনো একটা নাম নিয়ে নাও যেমন Belal এর অর্থ 'বেলাল' কিন্তু Belal এরপর has বসলে তার অর্থ হয়ে যাবে 'বেলালের'। আবার It এর অর্থ 'ইহা' কিন্তু It এরপর has বসলে তার অর্থ হয়ে যাবে 'ইহার'। নীচের উদাহরণ গুলো ভালো করে লক্ষ্য করুন।
He (পুং) has - তার আছে।
She (স্ত্রী) has - তার আছে।
Belal has - বেলালের আছে।
It has - ইহার আছে।
He/She, Name, It + has + Noun
He has a book.
তার একটি বই আছে।
She has a book.
বেলালের একটি বই আছে।
Belal has a book.
ইহার একটি বই আছে।
It has a book.
* Note: কর্তার কোনো জিনিস আছে এমন অর্থে have has ব্যবহার হয়।
• আছে অর্থে কখন is ব্যবহার হয় সেটা জেনে নেওয়া যাক।
- সে ঘরে আছে।
- He/She is in the room.
- সে বাজারে আছে।
- He/She is in the market.
- সে কলকাতায় আছে।
- He is in Kolkata.
* Note: কর্তা নিজে আছে এমন অর্থে is ব্যবহার হয়।
• আছে অর্থে কখন There is/are ব্যবহার করা হয় জেনে নেওয়া যাক।
Singular হলে There is 'আছে' অর্থে ব্যবহার করতে হবে।
Plural হলে There are 'আছে' অর্থে ব্যবহার করতে হবে। যেমন -
There is/are + place
আমাদের গ্রামে একটি মসজিদ আছে।
There is a mosque in our Village. (একটি মসজিদ singular)
আমাদের গ্রামে দুটি মসজিদ আছে।
There are two mosques in our Village. (দুটি মসজিদ plural)
🙏 দয়া করে আপনি একা শিখবে না, পড়া শেষ হলে শেয়ার করে অন্যদেরও শেখার সুযোগ করে দিন ধন্যবাদ।